ছবি: সংগৃহিত
বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক এয়ার রুট চালু করেছে চীনা বিমান সংস্থা চায়না ইস্টার্ন। সাংহাই থেকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেস পর্যন্ত প্রায় ২০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে এই ঐতিহাসিক ফ্লাইট।
আকাশে প্রায় ২৯ ঘণ্টা আকাশে থাকার মাধ্যমে এটি বাণিজ্যিক উড্ডয়নের নতুন রেকর্ড গড়েছে ফ্লাইটটি।
ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টায় সাংহাই থেকে উড্ডয়নের পর ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে বুয়েনস এইরেসের ইজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। যাত্রাপথে নিউজিল্যান্ডের অকল্যান্ডে জ্বালানি ভরার ও ক্রু পরিবর্তনের জন্য স্বল্প বিরতি নেয়।
বিরতি থাকায় এটি ননস্টপ ফ্লাইট না হলেও মোট দূরত্ব এবং সময়ের বিচারে বর্তমানে বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইট রুট হিসেবে গণ্য হচ্ছে।
সাংহাই থেকে আর্জেন্টিনা পর্যন্ত যেতে ফ্লাইটটির সময় লেগেছে ২৫ ঘণ্টার বেশি। ফিরতি পথে আরও প্রায় ৪ ঘণ্টা বেশি সময় লাগে।
রুটটি চালু উপলক্ষে সাংহাই, অকল্যান্ড ও বুয়েনস এইরেস- তিন শহরেই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩১৬ আসনবিশিষ্ট বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজটি সপ্তাহে দু’বার এ রুটে চলবে।
চায়না ইস্টার্ন জানিয়েছে, এই রুট চালুর ফলে দক্ষিণ আমেরিকার প্রধান শহরগুলোর সঙ্গে সাংহাইয়ের সরাসরি যোগাযোগের ঘাটতি দূর হবে এবং আর্জেন্টিনায় বৃদ্ধি পাওয়া পূর্ব এশীয় প্রবাসীদের যাতায়াত আরও সহজ হবে।
এত দীর্ঘ রুট চালুর ফলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিউইয়র্ক–সিঙ্গাপুর ননস্টপ ফ্লাইটকে ছাড়িয়ে গেছে চীনের এই নতুন ফ্লাইট। তবে এই রেকর্ড বেশিদিন স্থায়ী নাও হতে পারে। কারণ অস্ট্রেলিয়ার কোয়ান্টাস এয়ারলাইন্স ‘প্রজেক্ট সানরাইজ’–এর অংশ হিসেবে সিডনি থেকে লন্ডন ও নিউইয়র্ক পর্যন্ত ২২ ঘণ্টার ননস্টপ ফ্লাইট চালুর পরিকল্পনা করছে। বিশেষ সক্ষমতার এয়ারবাস উড়োজাহাজ দিয়ে ২০২৭ সালে এই রুট চালু করার লক্ষ্য নির্ধারণ করেছে কোয়ান্টাস।
