ছবি: সংগৃহীত
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১ হাজার ৩৬১ জন প্রার্থী সুযোগ পেয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) পিএসসি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ ক্যাডারের জন্য ৩৯০ জন, কারিগরি/পেশাগত ক্যাডারের জন্য ৭৩৮ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের জন্য ১৩৩ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৌখিক পরীক্ষার বিস্তারিত তারিখ, সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা কমিশনের নিজস্ব ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এ ছাড়া যুক্তিসংগত কোনো কারণে প্রকাশিত সময়সূচি বা নির্দেশনায় পরিবর্তনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
