https://www.emjanews.com/

12716

surplus

প্রকাশিত

০১ জানুয়ারী ২০২৬ ১৯:৪১

অন্যান্য

শনিবার সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না

প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬ ১৯:৪১

ছবি: সংগৃহীত

ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন মেরামত-সংস্কার ও উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজের জন্য শনিবার (৩ জানুয়ারি) সিলেট মহানগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর শাহজালাল উপশহরের ব্লক- এইচ, আই, ই, এফ, জি ও ডি, স্প্রিং টাওয়ার, ইন্ডিয়ান হাইকমিশন, পুলিশ কমিশনার কার্যালয় এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, শাটডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল হিসেবে গণ্য থাকবে এবং নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেছেন নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।