https://www.emjanews.com/

12753

international

প্রকাশিত

০৩ জানুয়ারী ২০২৬ ১৮:১৭

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান: রাশিয়ার নিন্দা

প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৬ ১৮:১৭

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (৩ জানুয়ারি) সকালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন চালিয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।

বিবৃতিতে বলা হয়, এই হামলাকে ন্যায্যতা দিতে যুক্তরাষ্ট্র যে যুক্তি তুলে ধরছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাশিয়া ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে বলেও উল্লেখ করা হয়। একই সঙ্গে জানানো হয়, এই হামলায় কোনো রুশ নাগরিক হতাহত হয়নি।

দক্ষিণ আমেরিকায় ভেনেজুয়েলা রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র হলেও, বর্তমান পরিস্থিতিতে কারাকাসকে সরাসরি সহায়তা দেওয়ার বিষয়ে এখনো কোনো প্রতিশ্রুতি দেয়নি ক্রেমলিন।

এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন। স্প্যানিশ ভাষায় দেওয়া এক ভিডিও ভাষণে তিনি মার্কিন হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘সবচেয়ে বাজে আগ্রাসন’ হিসেবে আখ্যা দেন এবং জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশ অনুযায়ী সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত রয়েছে।’

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ভেনেজুয়েলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শনিবার স্থানীয় সময় রাত ২টার দিকে রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। ভেনেজুয়েলা সরকার দাবি করেছে, যুক্তরাষ্ট্র সামরিক অবকাঠামোর পাশাপাশি বেসামরিক এলাকাতেও হামলা চালিয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়, কারাকাস ছাড়াও মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যে হামলা হয়েছে। এই হামলাকে যুক্তরাষ্ট্রের ‘সামরিক আগ্রাসন’ উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে ভেনেজুয়েলা সরকার।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বড় পরিসরের এই অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। তবে মাদুরোকে কোথায় নেওয়া হয়েছে বা কীভাবে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।

উল্লেখ্য, এর আগে মাদুরোকে গ্রেপ্তারের তথ্য দেওয়ার জন্য ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।