https://www.emjanews.com/

12921

surplus

প্রকাশিত

০৯ জানুয়ারী ২০২৬ ২১:৪০

আপডেট

০৯ জানুয়ারী ২০২৬ ২১:৪৩

অন্যান্য

শনিবার সিলেটে মিছিল সমাবেশ নিয়ে এসএমপির গণবিজ্ঞপ্তি

প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৬ ২১:৪০

ছবি: সংগৃহীত

সিলেট মহানগরীর সরকারি মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ) এলাকায় আগামী শনিবার (১০ জানুয়ারি) মিছিল সভা-সমাবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে পুলিশ। এলএলবি শেষপর্বের পরীক্ষার্থীদের নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশ একটি গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

গণবিজ্ঞপ্তিতে সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর এক ঘন্টা পূর্ব থেকে শেষ হওয়ার এক ঘন্টা পর পর্যন্ত এমসি কলেজের ২০০ গজের মধ্যে মিছিল, সভা-সমাবেশ, গান-বাজনা, উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি; ঢাক-ঢোল বা বাদ্যযন্ত্র বাজানো, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্যান্য শব্দ উৎপাদন যন্ত্র ব্যবহার; অস্ত্রশস্ত্র, তলোয়ার, বন্দুক, বর্শা, ছোরা বা লাঠি বহন; বিস্ফোরক দ্রব্য, ইটপাথর বহন ও ব্যবহার এবং বহিরাগত ও অবাঞ্চিত ব্যক্তির প্রবেশ ও জননিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো কাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে

নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষার তারিখগুলো হলো ১০, ১৬, ২৩ ও ৩০ জানুয়ারি; ৬, ২০ ও ২৭ ফেব্রুয়ারি; এবং ৬ মার্চ।

কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের এই পদক্ষেপ পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কলেজ ও আশেপাশের এলাকা থেকে বিশৃঙ্খলা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।