https://www.emjanews.com/

13035

surplus

প্রকাশিত

১৩ জানুয়ারী ২০২৬ ২১:২২

অন্যান্য

ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে জামায়াতের উঠান বৈঠক

প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৬ ২১:২২

ছবি: সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ বলেছেন, ‘আমাদের সামনে যে নির্বাচন, এটি কেবল ক্ষমতা দখলের লড়াই নয়, বরং এই লড়াই হচ্ছে জনগণের অধিকার আদায়ের। বিগত দিনগুলোতে মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছে, কথা বলার স্বাধীনতা হারিয়েছে। আমরা এমন একটি সমাজ চাই যেখানে একজন সাধারণ মানুষও বুক ফুলিয়ে তার অধিকারের কথা বলতে পারবে। আমরা দেশে ইনসাফ কায়েম করতে চাই। আর জামায়াতে ইসলামী ক্ষমতায় গিয়ে কখনো পকেট ভরার রাজনীতি করে না। আমাদের লক্ষ্য হলো সৎ লোকের শাসন। যদি নেতৃত্ব সৎ হয়, তবে রাষ্ট্রের সম্পদ আর চুরি হবে না। আমরা চাই প্রতিটি ইউনিয়নে, প্রতিটি পাড়ায় এমন একটি পরিবেশ যেখানে মা-বোনেরা নিরাপদ থাকবেন এবং যুবকরা কর্মসংস্থানের সুযোগ পাবে। আমরা কুরআনের আদর্শে একটি কল্যাণ রাষ্ট্র গড়তে চাই যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার পাবে।’

সোমবার (১২ জানুয়ারি) রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩ নং ঘিলাছড়া ইউনিয়নের দলীয় নেতা-কর্মীদের নিয়ে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমার কর্মী ভাইদের প্রতি অনুরোধ-আপনারা সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান। আমাদের ভুল-ত্রুটি থাকলে ক্ষমা চেয়ে নিন। এলাকাবাসীর প্রতি আমার আকুল আবেদন- আপনারা যোগ্য প্রার্থীকে বেছে নিন। যারা আমানত রক্ষা করতে জানে, তাদের ভোট দিন। আমাদের একবার যদি সুযোগ দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা এই এলাকাকে একটি মডেল এলাকায় পরিণত করব। দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ উপহার দেব।’

ইউনিয়ন সেক্রেটারী কামরান আহমদের সঞ্চালনায় উক্ত বৈঠকের সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মাওলানা জুবায়ের আহমদ।

বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা মজলিসে শূরার সদস্য সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলার চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, উপজেলা আমির ইমরান আহমদ চৌধুরী, সাবেক জেলা সভাপতি সাফাত রহমান, সাবেক উপজেলা সেক্রেটারি এহসানুর রহমান ইরাক, লন্ডন প্রবাসী বদরুল ইসলাম রাজা, রুকনুজ্জামান চৌধুরী, আলমগীর হুসেন, কামরান আহমদ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ শিবিরের সভাপতি হুসেন আহমদ, আমেরিকা প্রবাসি সুমন কবির, আমেরিকা প্রবাসি সামাদ মিয়া জাকারিয়া, ইউকে প্রবাসি জিয়াউল ইসলাম টিটু, পর্তুগাল প্রবাসি এম আলী হুসেন প্রমুখ।