সিলেটের বিভিন্ন স্থানে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৬ ১৯:২১
ছবি: সংগৃহীত
সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আগামী ২২ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সিলেট সমাবেশ সফল করতে সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার ও শুক্রবার সিলেট মহানগর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
খন্দকার মুক্তাদির বলেন, ‘দীর্ঘ প্রায় ২২ বছর পর আগামী ২২ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সিলেটে আসছেন। আধ্যাত্মিক নগরী সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। ইতোমধ্যে তাঁর আগমনকে ঘিরে সিলেট বিভাগজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সিলেট শুধু একটি বিভাগীয় শহর নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও আন্দোলন-সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ জনপদ। এখান থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করার মাধ্যমে জনগণের কাছে নতুন বার্তা পৌঁছাবে। মরহুমা বেগম খালেদা জিয়াও অতীতে সিলেট থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করতেন। সেই ধারাবাহিকতায় এবার তারেক রহমান সিলেট থেকে প্রচার শুরু করছেন। তাই দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে সিলেটের জনসভা সফল করতে হবে।’
এ উপলক্ষে নগরীর ৮, ৯, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলগুলোতে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক আজমল হোসেনের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল হাদি মাসুম এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আজিজ খান সজিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক কেন্দ্রীয়, মহানগর, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় মুরুব্বি, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে খন্দকার আব্দুল মুক্তাদির সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের কালাগুল ও বুরজান বাগান এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের রাজনীতিতে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মোনাজাত পরিচালনা করেন শাহজালাল আবাসিক এলাকার জামে মসজিদের খতিব মুফতি মনজুরুল হক নোমান।
