শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

5064

tourism

প্রকাশিত

০২ মে ২০২৫ ২২:১৯

পর্যটন

বর্ষায় সিলেটের সৌন্দর্য যেন  টলমলে ঝর্ণা!

প্রকাশ: ০২ মে ২০২৫ ২২:১৯

ছবি- সংগ্রহ।

ইএন ডেস্ক: বর্ষাকালে সিলেটের সৌন্দর্য যেন এক জীবন্ত কবিতা—সবুজে মোড়া পাহাড়, টলমলে ঝর্ণা আর কুয়াশাভেজা চা-বাগান। এ সময় সিলেটের কিছু পর্যটন স্থান হয়ে ওঠে রূপকথার মতো। নিচে বর্ষাকালে সিলেট ভ্রমণের জন্য কিছু বিশেষ জায়গা উল্লেখ করছি:

জাফলং

বর্ষাকালে জাফলং যেন জলে আঁকা এক ছবির মতো। পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার ধারা, পিয়াইন নদীর ফেনিল স্রোত আর মেঘে ঢাকা খাসিয়া পাহাড়—সব মিলিয়ে অপূর্ব দৃশ্য।

বিছনাকান্দি

বর্ষায় পাথরের নিচ দিয়ে বয়ে যাওয়া পানির ধারা, চারদিকে পাহাড় আর মেঘ—বিছনাকান্দি তখন হয়ে ওঠে এক রোমাঞ্চকর জলজ জগত।

লালাখাল

নীলচে সবুজ নদী আর আশপাশের সবুজ বনাঞ্চল বর্ষায় আরও জীবন্ত হয়। নৌকাভ্রমণের জন্য আদর্শ সময়।

মাধবকুণ্ড জলপ্রপাত

বর্ষাকালেই জলপ্রপাতের আসল রূপ দেখা যায়। ঝর্ণার গর্জন, চারপাশের সজীব বন—সাহসী ভ্রমণকারীদের জন্য এক চমৎকার গন্তব্য।

হামহাম ঝর্ণা (লাউয়াছড়া রিজার্ভ ফরেস্ট)

এই সময়ে ঝর্ণা পূর্ণ প্রবাহে থাকে। যদিও হাঁটার পথ কষ্টকর হয়, কিন্তু প্রকৃতির প্রেমিকদের জন্য অভিজ্ঞতাটা স্মরণীয়।

সারি নদী ও পান্থুমাই

পান্থুমাই গ্রাম বর্ষায় হয়ে ওঠে অপরূপ। পাহাড় ঘেঁষে থাকা গ্রামটি ও এর পাশ দিয়ে বয়ে যাওয়া নদী এক স্বপ্নময় দৃশ্য তৈরি করে।


---

ভ্রমণ টিপস (বর্ষাকালের জন্য):
বর্ষায় বজ্রপাতের বিষয়টি মাথায় রেখে ভ্রমণে বের হবেন।

ছাতা/রেইনকোট ও জলরোধী ব্যাগ রাখুন।

পিচ্ছিল রাস্তার জন্য ভাল গ্রিপের জুতা পরুন।

স্থানীয় খাবার  উপভোগ করতে ভুলবেন না।

নিরাপত্তা ও পরিবেশ রক্ষার দিকেও খেয়াল রাখুন।