শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

6060

tourism

প্রকাশিত

০৮ জুন ২০২৫ ১৫:৫৩

পর্যটন

সিলেট

সাদাপাথরে যাবার এখনই সময়

প্রকাশ: ০৮ জুন ২০২৫ ১৫:৫৩

ইএন রিপোর্ট : ঈদের ছুটিতে সিলেটে ঘুরে বেড়াচ্ছেন যারা, পাথরডোবা স্বচ্ছজলে দাপিয়ে বেড়ানোর তাদের এখনই উপযুক্ত সময়। ভরা মৌসুমের পানিতে কল কল শব্দ তোলে তাদের জন্য অপেক্ষা করে আছে ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন স্পট।

সপ্তাহ দিন আগেও নিরাপত্তার স্বার্থে প্রায় ১০ দিন বন্ধ রাখা হয়েছিল সাদাপাথর। সেসময় টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যায় পর্যটন এলাকা। ছোটো ছোটা দোকানপাটের সাথে ভেসে যায় অস্থায়ি বেশ কিছু পর্যটন সম্পর্কিত স্থাপনা। প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে পর্যটকদের সেখানে যেতে নিষেধ করা হয়।

তবে ঈদের আগে কমেছে বৃষ্টি। বৃষ্টি কমেছে উজানে ভারতের পাহাড়েও। ফলে পাহাড়ি ঢল থেমেছে। স্ফটিক স্বচ্ছ জলে সাদা সাদা পাথর ডুবিয়ে জেগে ওঠেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকাটি।

রোববার বিকেলে সাদা পাথর বেড়াতে আসা নয়ন নিমু বলেন, অনেকবরাই ভোলাগঞ্জ সাদা পাথরে এসেছি। কিন্তু কখনো পানির স্রোত কম, কখনো অতিরিক্ত গরম, কখনো আবার পাহাড়ের ভীতিকর ঢল পেয়েছি। এবার সব দুঃথ ভুলিয়ে দিচ্ছে ভোলাগঞ্জ। সিলেট সত্যিই সুন্দর।

পরিবার নিয়ে বেড়াতে আনিসুর রহমান বলেন, দারুণ লাগছে। যারা ভোলাগঞ্জ সাদাপাথর বেড়াতে চান, তাদের বলব, তারা যেন এই ছুটিতেই বেড়িয়ে যান। সাদাপাথর এখন সবচেয়ে সুন্দর।

সাদাপাথরে বেড়াতে আসা র্যটকদের সার্বিক নিরাপত্তায় ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। সীমান্তবর্তী এলাকা হওয়ায় সদা সতর্ক থাকার কথা জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।