শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

6060

tourism

প্রকাশিত

০৮ জুন ২০২৫ ১৫:৫৩

পর্যটন

সিলেট

সাদাপাথরে যাবার এখনই সময়

প্রকাশ: ০৮ জুন ২০২৫ ১৫:৫৩

ইএন রিপোর্ট : ঈদের ছুটিতে সিলেটে ঘুরে বেড়াচ্ছেন যারা, পাথরডোবা স্বচ্ছজলে দাপিয়ে বেড়ানোর তাদের এখনই উপযুক্ত সময়। ভরা মৌসুমের পানিতে কল কল শব্দ তোলে তাদের জন্য অপেক্ষা করে আছে ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন স্পট।

সপ্তাহ দিন আগেও নিরাপত্তার স্বার্থে প্রায় ১০ দিন বন্ধ রাখা হয়েছিল সাদাপাথর। সেসময় টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যায় পর্যটন এলাকা। ছোটো ছোটা দোকানপাটের সাথে ভেসে যায় অস্থায়ি বেশ কিছু পর্যটন সম্পর্কিত স্থাপনা। প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে পর্যটকদের সেখানে যেতে নিষেধ করা হয়।

তবে ঈদের আগে কমেছে বৃষ্টি। বৃষ্টি কমেছে উজানে ভারতের পাহাড়েও। ফলে পাহাড়ি ঢল থেমেছে। স্ফটিক স্বচ্ছ জলে সাদা সাদা পাথর ডুবিয়ে জেগে ওঠেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকাটি।

রোববার বিকেলে সাদা পাথর বেড়াতে আসা নয়ন নিমু বলেন, অনেকবরাই ভোলাগঞ্জ সাদা পাথরে এসেছি। কিন্তু কখনো পানির স্রোত কম, কখনো অতিরিক্ত গরম, কখনো আবার পাহাড়ের ভীতিকর ঢল পেয়েছি। এবার সব দুঃথ ভুলিয়ে দিচ্ছে ভোলাগঞ্জ। সিলেট সত্যিই সুন্দর।

পরিবার নিয়ে বেড়াতে আনিসুর রহমান বলেন, দারুণ লাগছে। যারা ভোলাগঞ্জ সাদাপাথর বেড়াতে চান, তাদের বলব, তারা যেন এই ছুটিতেই বেড়িয়ে যান। সাদাপাথর এখন সবচেয়ে সুন্দর।

সাদাপাথরে বেড়াতে আসা র্যটকদের সার্বিক নিরাপত্তায় ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। সীমান্তবর্তী এলাকা হওয়ায় সদা সতর্ক থাকার কথা জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।