শিরোনাম
সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি নিয়ে মুখোমুখি দুই পক্ষ নবীগঞ্জে কয়েক দিনের স.হিংসতায় নি.হত ২, লুটপাট ও ভাঙচুর, শহরে ১৪৪ ধারা জারি মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ ততই পেছাবে: সিলেটে মির্জা ফখরুল আলবদর রাজাকারবাহিনী একেক সময় একেক কথা বলছে: হাসান মাহমুদ টুকু বেগম জিয়া‌কে স্লো পয়জ‌নিং ক‌রে হ.ত্যা কর‌তেই গ্রেপ্তার ক‌রে‌ছিল আওয়ামী লীগ: মির্জা আব্বাস জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল ফেব্রুয়ারিতেই নির্বাচন; আশাবাদ মির্জা ফখরু‌লের বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছেছেন পরিবহন ধর্মঘটে ভাঙ্গন: মঙ্গলবার জামায়াতপন্থী মালিকদের গা‌ড়ি চল‌বে

https://www.emjanews.com/

6189

tourism

প্রকাশিত

১৩ জুন ২০২৫ ১৬:১২

পর্যটন

আলীকদমে নিখোঁজ পর্যটকদের মধ্যে আরও একজনের লাশ উদ্ধার

প্রকাশ: ১৩ জুন ২০২৫ ১৬:১২

সংগ্রহ

ইএন ডেস্ক:  বান্দরবানের আলীকদমে নিখোঁজ হওয়া তিন পর্যটকের মধ্যে স্মৃতি আক্তার (২৪) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আলীকদম উপজেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে তৈনখালের আমতলি ঘাট এলাকায় ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়। তাঁর পরিচয় নিশ্চিত করেন তাঁর সঙ্গী পর্যটকেরা।

এর আগে বৃহস্পতিবার নিখোঁজ আরেক পর্যটক জুবাইরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছিল। এখনো নিখোঁজ রয়েছেন মো. হাসান নামে অপর এক পর্যটক।

আলীকদম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুর রহিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমতলি ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।

পর্যটকদের একজন রাহাত হোসেন জানান, স্মৃতি আক্তার ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা এবং পর্যটন সংস্থা 'ট্যুর এক্সপার্ট'-এর সহপরিচালক ছিলেন। একই সংস্থার সহপরিচালক মো. হাসানও নিখোঁজ রয়েছেন। এই সংস্থার আয়োজনে ৮ জুন ৩৩ জন পর্যটক দুটি দলে বিভক্ত হয়ে আলীকদম ও থানচি সীমান্তবর্তী দুর্গম ক্রিস্টং পাহাড়ে যান।

তিন দিনের ভ্রমণে অংশ নেওয়া ২২ জনের দলটি বুধবার ফেরার পথে শামুকঝিরি ঝরনায় হঠাৎ পাহাড়ি ঢলের কবলে পড়ে। এর ফলে তিনজন নিখোঁজ হন। বাকিরা নিরাপদে ফিরে আসেন।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, মানবিক কারণে ফিরে আসা ১৯ জন পর্যটককে আলীকদম থানায় রাখা হয়েছে, যাতে নিখোঁজদের শনাক্তে সহায়তা করা যায়। উদ্ধার হওয়া দুটি লাশ বান্দরবান সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মো. হাসানের সন্ধানে এখনো অভিযান চলছে।