শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

6257

tourism

প্রকাশিত

১৫ জুন ২০২৫ ১৯:০৬

পর্যটন

ইঞ্জিন বিকল

ইসলামাবাদ স্টেশনে আটকে আছে কক্সবাজার এক্সপ্রেস

দুর্ভোগে ৮ শতাধিক যাত্রী

প্রকাশ: ১৫ জুন ২০২৫ ১৯:০৬

ছবি- সংগ্রহ

ইএন ডেস্ক।। কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ইসলামাবাদ স্টেশনে আটকে আছে ট্রেনটি। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ৮০০ যাত্রী।

রবিবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেল স্টেশনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার আইকনিক রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ গোলাম রব্বানী।

তিনি জানান, দুপুর ১টা ১৫ মিনিটে ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে যায়। পথে ইসলামাবাদ স্টেশনে পৌঁছেই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ২৩টি বগিতে থাকা প্রায় ৮০০ যাত্রী আটকা পড়েছেন।

রেল কর্তৃপক্ষ জানায়, ট্রেনটির ইঞ্জিনের মোটর পুড়ে যাওয়ায় এটি চালু করা সম্ভব হচ্ছে না। কক্সবাজার স্টেশনে কোনো রিলিফ ট্রেন বা লোকোসেড না থাকায় চট্টগ্রাম থেকে নতুন ইঞ্জিনসহ একটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান জানান, রিলিফ ট্রেন ইসলামাবাদ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিকল ইঞ্জিন অপসারণ করে নতুন ইঞ্জিন সংযোগ দেওয়ার পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বিকল ইঞ্জিন অপসারণ ও নতুন ইঞ্জিন সংযোজন শেষে ট্রেনটি আবার চলাচল শুরু করবে। তবে বিকল্প ব্যবস্থা না থাকায় তাৎক্ষণিক দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ইএন/এআর।