শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

5121

tourism

প্রকাশিত

০৬ মে ২০২৫ ২০:১২

পর্যটন

কুয়েতের ই-ভিসা প্রক্রিয়া সহজ হলেও বঞ্চিত বাংলাদেশীরা

অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করছেন কুয়েত প্রবাসী বাংলাদেশীরা

প্রকাশ: ০৬ মে ২০২৫ ২০:১২

ছবি- সংগ্রহ

ইএন ডেস্ক।। কুয়েত সরকার দেশটিতে ভ্রমণের জন্য ই-ভিসা প্রক্রিয়া সহজ করতে কাজ করছে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশীসহ কয়েকটি দেশের নাগরিকরা এই সুবিধা থেকে বঞ্চিত।

কুয়েতের ই-ভিসা পোর্টালে বাংলাদেশ, আফগানিস্তান, ইরান, ইরাক, পাকিস্তান ও ইয়েমেনের মতো দেশের নাম অন্তর্ভুক্ত করা হয়নি।

এর ফলে মধ্যপ্রাচ্যে অবস্থানকারী অন্যান্য দেশের প্রবাসীরা অনলাইনে কুয়েতের ই-ভিসার জন্য আবেদন করতে পারলেও বাংলাদেশীদের তা সম্ভব হচ্ছে না। বাংলাদেশী নাগরিকদের কুয়েত ভ্রমণের জন্য সংশ্লিষ্ট দূতাবাস বা কনস্যুলেটে সরাসরি গিয়ে ভিজিট ভিসার আবেদন করতে হচ্ছে।

অনলাইনে ই-ভিসার জন্য কিছু শর্ত পূরণ করতে হয়- আবেদনকারীর বৈধ পাসপোর্ট ও রেসিডেন্সি কার্ড থাকতে হবে এবং অনুমোদিত পেশায় নিয়োজিত হতে হবে। প্রক্রিয়াটি এক থেকে তিন কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয় এবং ভিসার মেয়াদ তিন মাস।

এদিকে ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ভুটান, তুরস্ক ও মাল্টাসহ মোট ৫৩টি দেশের নাগরিকদের জন্য কুয়েতে অন অ্যারাইভাল ভিসার সুবিধা রয়েছে।

এই বৈষম্যের দ্রুত সমাধানে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করছেন কুয়েত প্রবাসী বাংলাদেশীরা।

ইএন/এআর।