শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

5449

tourism

প্রকাশিত

১৯ মে ২০২৫ ২১:৫৮

পর্যটন

বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেলো পাকিস্তানের এয়ার-সিয়াল

প্রকাশ: ১৯ মে ২০২৫ ২১:৫৮

ছবি- সংগ্রহ

ইএন ডেস্ক।। পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা এয়ার-সিয়াল বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই অনুমোদন দিয়েছে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূঁইয়া বাসসকে জানান, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য আমরা এয়ার-সিয়ালকে অনুমোদন দিয়েছি। এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে।”

নিয়ম অনুযায়ী, এখন এয়ার-সিয়ালকে বাংলাদেশে একটি জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ করতে হবে এবং ফ্লাইট স্লট বরাদ্দের জন্য আবেদন করতে হবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এয়ার-সিয়াল শুধু বাংলাদেশ-পাকিস্তান রুটেই নয়, মধ্যপ্রাচ্যসহ অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে ট্রানজিট সুবিধাও দেবে।

শিয়ালকোট ভিত্তিক এই বিমান সংস্থাটি ২০১৫ সালের আগস্টে যাত্রা শুরু করে এবং তাদের বর্তমানে ছয়টি এয়ারবাস রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ফ্লাই জিন্নাহ-কেও করাচি-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন দেয় বেবিচক।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মো. ইকবাল হুসেইন জানান, অনুমোদন পাওয়ার পর দুই মাসের মধ্যেই ঢাকা রুটে ফ্লাইট চালু করতে পারবে এয়ার-সিয়াল। তিনি আরও বলেন, ফ্লাই জিন্নাহ বর্তমানে তাদের বিমান বহর সম্প্রসারণ করছে।

উল্লেখ্য, পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা পিআইএ ২০১৮ সালে আর্থিক ক্ষতি ও যাত্রীসংখ্যা হ্রাসের কারণে বাংলাদেশে তাদের ফ্লাইট বন্ধ করে দেয়।

ইএন/এআর।