শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

6055

international

প্রকাশিত

০৮ জুন ২০২৫ ০২:৩৫

আপডেট

০৮ জুন ২০২৫ ১৪:৩৫

আন্তর্জাতিক

অভিবাসী

ধরপাকড়ে লস অ্যাঞ্জেলেস রণক্ষেত্র

প্রকাশ: ০৮ জুন ২০২৫ ০২:৩৫

সংগ্রহ

ইএন ডেস্ক: লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন স্থানে অবৈধ অভিবাসী ধরতে অভিযান চালিয়েছে ICE এজেন্টরা। এ অভিযানে দুটি হোম ডিপো স্টোর, একটি পোশাক কারখানা এবং একটি ডোনাট দোকান অন্তর্ভুক্ত ছিল। অভিযানে মোট ৪৪ জন অভিবাসীকে আটক করা হয়েছে এবং ফেডারেল কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ICE-এর মুখপাত্র ইয়াসমিন পিটস ও’কিফ জানান, এই অভিযানগুলো অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে পরিচালিত হয়েছে।

অভিযানের পরপরই শহরজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা ফেডারেল ভবন ও আটক কেন্দ্রের সামনে জড়ো হয়ে `তাদের মুক্ত করো”'এবং `ICE আউট অফ LA' স্লোগান দেয়। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, পিপার স্প্রে ও ফ্ল্যাশ ব্যাং ব্যবহার করে।

বিক্ষোভের সময় সেবা কর্মীদের ইউনিয়ন SEIU ক্যালিফোর্নিয়ার সভাপতি ডেভিড হুয়ের্তা গ্রেপ্তার হন। তিনি জানান, তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল এবং পরে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়।

লস অ্যাঞ্জেলেস মেয়র কারেন ব্যাস অভিযানে ক্ষোভ প্রকাশ করে বলেন, `এই কৌশলগুলো আমাদের সম্প্রদায়ে সন্ত্রাস সৃষ্টি করে এবং আমাদের শহরের নিরাপত্তার মৌলিক নীতিগুলোকে ব্যাহত করে।'

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম ডেভিড হুয়ের্তাকে `সম্মানিত নেতা, দেশপ্রেমিক ও শ্রমিকদের অধিকার রক্ষাকারী' হিসেবে উল্লেখ করে বলেন, `কেউ কখনও সরকারী কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়।'

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম ঘোষণা করেন, যারা সহিংস বিক্ষোভে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, `আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং অবৈধ অভিবাসন নীতির বিরোধিতা করা উচিত নয়।'

কোয়ালিশন ফর হিউম্যান ইমিগ্রান্ট রাইটসের নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলিকা সালাস এই অভিযানকে `অপমানজনক ও নৃশংস প্যারামিলিটারি অপারেশন' হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, `এই ধরনের অভিবাসন প্রয়োগ আমাদের পরিবারগুলিকে সন্ত্রস্ত করে এবং আমাদের প্রিয়জনদের তুলে নিয়ে যায়।'

লস অ্যাঞ্জেলেসে পরিস্থিতি এখনো উত্তপ্ত। বিক্ষোভকারীরা আটক ব্যক্তিদের মুক্তির দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। স্থানীয় ও রাজ্য সরকার এই অভিযানের নিন্দা জানিয়েছে এবং অভিবাসীদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে।