মধ্যপ্রাচ্য
চার দেশের আকাশসীমা বন্ধ: বাংলাদেশ থেকে সকল ফ্লাইট বাতিল
ইরানের মার্কিন ঘাটিতে প্রত্যাঘাতের আশংকা
প্রকাশ: ২৪ জুন ২০২৫ ০১:৩৭

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ঢাকা থেকে এসব গন্তব্যে পরিচালিত সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
সোমবার (২৩ জুন) এক যৌথ বিবৃতিতে দেশগুলোর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নাগরিক ও ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আপাতত সব আন্তর্জাতিক আগমন ও বহির্গমন ফ্লাইট স্থগিত থাকবে। পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়।
একই দিন মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও নিশ্চিত করে, ঢাকা থেকে কাতার, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইনগামী সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে করে এসব গন্তব্যে যাত্রার প্রস্তুতি নেওয়া শত শত যাত্রী পড়েছেন ভোগান্তিতে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ফ্লাইদুবাই, কুয়েত এয়ারওয়েজ ও গালফ এয়ারের মতো প্রতিষ্ঠানগুলো তাদের নির্ধারিত ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের বিকল্প ভ্রমণ পরিকল্পনার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে তারা যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে—ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার জন্য। কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, সংশ্লিষ্ট দেশগুলোর সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা দ্রুত জানানো হবে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং সাম্প্রতিক নিরাপত্তাজনিত হুমকি বিবেচনায় নিয়ে দেশগুলো এই কঠোর পদক্ষেপ নিয়েছে। এর ফলে শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশ থেকেও মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটে প্রভাব পড়তে পারে।