`ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে’- ট্রাম্প
ইরান এখনো আনুষ্ঠানিকভাবে এ চুক্তি নিশ্চিত করেনি
প্রকাশ: ২৪ জুন ২০২৫ ১৩:০৮

ছবি- সংগ্রহ
ইসরায়েল ও ইরানের মধ্যে একাধিক হামলা-পাল্টা হামলার পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে দাবি করেছে উভয় দেশের গণমাধ্যম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে এ চুক্তি নিশ্চিত করেনি।
মঙ্গলবার (২৪ জুন) ভোর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টিভি প্রেস টিভি এবং ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ ও ওয়াইনেট। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও সিএনএনও এ খবর নিশ্চিত করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ঘোষণা দেন, `ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।' পরে আরেক পোস্টে তিনি সতর্ক করেন, `যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে। কেউ দয়া করে এটি লঙ্ঘন করবেন না।'
তবে ইরানের পক্ষ থেকে কিছুটা ভিন্ন সুরে বিবৃতি এসেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, “এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি হয়নি। তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে হামলা বন্ধ করে, তাহলে ইরান আর পাল্টা হামলায় আগ্রহী নয়।”
এর আগে মঙ্গলবার সকালেই ইসরায়েলি ড্রোন হামলায় ইরানে এক পরমাণুবিজ্ঞানী নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে অন্তত তিনজন নিহত হন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সাম্প্রতিক এই উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা বিশ্বব্যাপী স্বস্তি তৈরি করলেও, ইরান ও ইসরায়েলের অবস্থানে এখনও কিছুটা বিভ্রান্তি রয়ে গেছে।