শিরোনাম
সিলেটে গত ২৪ ঘণ্টায় ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত ‘কোন আসনে গ্রিন সিগন্যাল নয়, ঐক্যবদ্ধ লড়াইয়ের নির্দেশ তারেক রহমানের’ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য সরকার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে- প্রধান উপদেষ্টা কোম্পানীগঞ্জে ধলাই নদীর চার বালু লুটেরা আটক শাহী ঈদগাহ ক্যাম্পাসের শিক্ষার্থীর আত্মহত্যা: প্রশাসনের তদন্ত কমিটি সিলেটে ৩০ টি স্ট্যান্ডে নির্দিষ্টসংখ্যক অটোরিকসা রাখার নির্দেশ , অমান্যে জরিমানা সিলেটে শামসুদ্দিন হাসপাতালের নামে চাকরির ভুয়া বিজ্ঞাপন অভিযানের প্রথম দিনে নগরীর রাস্তা থেকে অর্ধেক যানবাহন হাওয়া যুক্তরাজ্যের মানচিত্রে যুক্ত হলো ফিলিস্তিন রাষ্ট্র শাবিপ্রবিতে শর্তসাপেক্ষে ছাত্ররাজনীতির অনুমতি

https://www.emjanews.com/

9869

sylhet

প্রকাশিত

২২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৫

আপডেট

২২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১১

সিলেট

ওসমানী মেডিকেলে দালালের উৎপাতসহ সব সমস্যার সমাধানে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: জেলা প্রশাসক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৫

ছবি: ইমজা নিউজ

সিলেটের জেলা প্রশাসক আজ এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ল্যাবরেটরি ও শাখা ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, ‘আমরা বসে হাসপাতালের নানা সমস্যা নিয়ে আলোচনা করেছি। সব সমস্যাকে চিহ্নিত করে এই হাসপাতালকে আরও উন্নত করার চেষ্টা করা হবে।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘হাসপাতালে দালালের উৎপাতসহ বিভিন্ন সমস্যার সমাধানে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দালালরা যাতে এখানে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা, ভর্তি সমস্যা, অ্যাম্বুলেন্স সেবা এবং ওষুধ সংকটসহ সব ধরনের সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’

হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন এবং তাঁরা হাসপাতালের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।