ওসমানী মেডিকেলে দালালের উৎপাতসহ সব সমস্যার সমাধানে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: জেলা প্রশাসক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৫

ছবি: ইমজা নিউজ
সিলেটের জেলা প্রশাসক আজ এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ল্যাবরেটরি ও শাখা ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, ‘আমরা বসে হাসপাতালের নানা সমস্যা নিয়ে আলোচনা করেছি। সব সমস্যাকে চিহ্নিত করে এই হাসপাতালকে আরও উন্নত করার চেষ্টা করা হবে।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘হাসপাতালে দালালের উৎপাতসহ বিভিন্ন সমস্যার সমাধানে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দালালরা যাতে এখানে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা, ভর্তি সমস্যা, অ্যাম্বুলেন্স সেবা এবং ওষুধ সংকটসহ সব ধরনের সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’
হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন এবং তাঁরা হাসপাতালের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।