
ইমজা নিউজ
আমরা সবাই এখন এক অদ্ভুত বাস্তবতার ভিতরে বাস করছি। যেখানে সাংবাদিকতা মানে আর সত্য অনুসন্ধান নয়, বরং নির্ধারিত ছাঁচে খবর লেখা। মিডিয়া হাউজগুলো অধিকাংশই এখন ব্যবসায়ী ও রাজনৈতিক প্রভাবশালীদের মালিকানায়, আর সাংবাদিকরা হয়ে উঠেছেন আদেশ পালনের কর্মচারী। এই বাস্তবতায় স্বাধীন সাংবাদিকতা এক রকম অলীক কল্পনা।
নিউজরুমে এখন সেল্ফ সেন্সরশিপের রাজত্ব। কেউ ‘বস’ এর স্বার্থে আঘাত লাগতে পারে এমন কিছু লেখার সাহস রাখেন না। সরকার, কর্পোরেট ও রাজনৈতিক শক্তির এই ত্রিমুখী চাপে সাংবাদিকের কলম ভারী হয়ে গেছে। সত্য চাপা পড়ে যায়, প্রচার হয় সুবিধামতো তথ্য। ফলে, জনগণের চোখ বন্ধ আর কণ্ঠ নির্বাক।
এই ভিন্ন প্রেক্ষাপটেই যাত্রা শুরু করছে ইমজা নিউজ ডটকম-একটি প্ল্যাটফর্ম। যেখানে মালিক আর সংবাদকর্মী আলাদা কেউ নন। এখানকার প্রত্যেকেই সাংবাদিক, প্রত্যেকেই তথ্য ফেরিওয়ালা। প্রত্যেকেই মালিক। কোনো কর্পোরেট মালিকানা নেই, নেই রাজনৈতিক আনুগত্য। আছে কেবল দায়বদ্ধতা- সত্য ও জনগণ ও দেশের প্রতি।
আমরা বিশ্বাস করি, সত্য শুধু তথ্য নয়। এটা মানুষের অধিকার। আমরা চাই, 'আপনার কথা আপনি বলুন'।
ইমজা নিউজ ডটকম একটি প্ল্যাটফর্ম। যেখানে শহরের কোলাহলে প্রান্তের কণ্ঠস্বরও প্রতিধ্বনিত হবে। এখানে ‘তথ্য’ মানে শুধু ঘটনা নয়, বরং তার পেছনের ইতিহাস, গভীরতা ও বিশ্লেষণ।
আমরা সহজ ভাষায় কথা বলি, সাহসের সঙ্গে। কারণ সাহস ছাড়া সত্য বলা যায় না। আর সত্য ছাড়া মুক্তি নেই।
আপনার পাশে থেকে, আপনার কণ্ঠে বলার জন্য আজ আমরা শুরু করলাম ইমজা নিউজ ডটকম।