শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

6846

sports

প্রকাশিত

০৩ জুলাই ২০২৫ ১৫:৩৮

আপডেট

০৩ জুলাই ২০২৫ ১৭:০৫

খেলাধুলা

একদিনে ১৫ বিশ্বরেকর্ড! ডেভিড রাসের অসাধারণ কীর্তি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫ ১৫:৩৮

ফাইল ছবি

আপনার হাতে যদি মাত্র দু’ঘণ্টা সময় থাকে আর পাশে পড়ে থাকে একটি প্লাস্টিকের চেয়ার, তাহলে আপনি হয়তো সোফায় বসে বিশ্রাম নিতে চাইবেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভিড রাস ঠিক উল্টোটা করেছেন, চেয়ারের ভার নিয়েছেন নিজের চিবুকে! শুধু তাই নয়, চিবুকের উপর চেয়ার ভারসাম্য রেখে গড়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। ২০২৪ সালের ২০ নভেম্বর, মাত্র এক দিনে তিনি গড়েছেন ১৫টি গিনেস রেকর্ড, যা নিজেই একটি নতুন রেকর্ড!

৪০ বছর বয়সি এই আমেরিকান লেখক ও মোটিভেশনাল স্পিকার পেশায় ইঞ্জিনিয়ার হলেও বিশ্বজুড়ে তিনি পরিচিত একজন রেকর্ড ব্রেকার হিসেবে। তার রেকর্ডভাঙার যাত্রা শুরু হয় ২০১৫ সালে, চোখ বেঁধে জাগলিংয়ের মাধ্যমে। সেই সময় তিনি ৩৬ মিনিটে ভেঙেছিলেন পূর্ববর্তী রেকর্ড, যা ছিল এক ঘণ্টারও বেশি।
ডেভিড রাস যেই রেকর্ডটি দিয়ে সবচেয়ে বেশি সাড়া ফেলেছেন, সেটি হলো চিবুকের উপর চেয়ার ভারসাম্য রাখার ক্ষেত্রে দীর্ঘতম সময়ের রেকর্ড। তিনি ১ ঘণ্টা ২০ মিনিট ৩০ সেকেন্ড ধরে চেয়ারটি ব্যালান্স করে আগের রেকর্ডধারী স্পেনের ক্রিশ্চিয়ান রবার্তো লোপেজ রদ্রিগেজকে ছাড়িয়ে যান, যার রেকর্ড ছিল ১ ঘণ্টা ১৯ মিনিট ১৭ সেকেন্ড (২০২১ সালে)।

চেয়ারটি ছিল বাদামী রঙের অ্যাডামস লো ব্যাক প্যাটিও চেয়ার, যেটি তিনি কিনেছিলেন লো'স হার্ডওয়্যার স্টোর থেকে। চেয়ারের ওজন ৪ পাউন্ড ৩.৫ আউন্স এবং উচ্চতা ছিল প্রায় ৩১.৫ ইঞ্চি। ডেভিড সেটির পিছনের অংশটি চিবুকে রেখে ভারসাম্য রক্ষা করেন।
এক নজরে ডেভিড রাসের আরও কিছু রেকর্ড: ১ মিনিটে ১৯৮টি ছোট কামড় দিয়ে ৩টি আপেল খাওয়া, দুটি বোতলের ঢাকনার উপর পিং পং বল বাউন্স করানো, ২.০৯ সেকেন্ডে, ৩০ সেকেন্ডে বেসবল দিয়ে ১২৫ বার হাত স্পর্শ করা, মুখ ব্যবহার করে ৩০ সেকেন্ডে ৪৭টি টেবিল টেনিস বল দেয়ালে হিট করা।
ডেভিড রাসের এই অর্জন শুধু শারীরিক সক্ষমতার নয়, বরং মনোবল, ধৈর্য এবং সৃজনশীলতার এক অনন্য উদাহরণ।