শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9597

sports

প্রকাশিত

১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৫

খেলাধুলা

সিলেটে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ ভেন্যুর উদ্বোধন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৫

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫- এর সিলেট ভেন্যুর শুভ উদ্বোধন হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকাল ২টা ৪৫ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর শুরুতেই জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ গোলাম নাফিস, সাংবাদিক তুরাব, রুদ্র সেনসহ শহীদদের রুহের মাগফেরাত কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহ্বায়ক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মো. সারওয়ার আলম। তিনি ভেন্যুর উদ্বোধনও করেন।

এ সময় তিনি বলেন, ‘সিলেটে বছরব্যাপী খেলাধুলা আয়োজন করা হবে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো. নূর হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো. আব্দুর রউফ শাহ, সহকারী পরিচালক মো. ফখরুজ্জামান, ক্রীড়া সংগঠক সাহাজ উদ্দিন টিপু, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নুসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক, সাবেক ফুটবলার, কোচ ও সাংবাদিকবৃন্দ।

উদ্বোধনী ম্যাচে সিলেট জেলা ফুটবল দল ১-০ গোলে হবিগঞ্জ জেলা ফুটবল দলকে হারিয়ে জয় লাভ করে।

ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য সিলেটের গোলরক্ষক হিলাল আহমেদ ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।