এশিয়া কাপ
বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে সুপার ফোর নিশ্চিতের লড়াই: ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৬

ছবি: সংগৃহীত।
এশিয়া কাপের পঞ্চম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ আজ শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোরে জায়গা নিশ্চিত করতে চায়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে শ্রীলংকা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে।
ম্যাচের পূর্ব সংবাদ সম্মেলনে দলের কোচ তানজিম হাসান সাকিব বলেন, ‘আমাদের এপ্রোচ একবারে সোজাসাপ্টা, জেতার জন্যই মাঠে নামব। শ্রীলংকায় সিরিজ জেতার অভিজ্ঞতা আমাদের আত্মবিশ্বাস দেবে।’
বাংলাদেশ সম্প্রতি শ্রীলংকা সফরে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে, যা টাইগারদের জন্য আজকের ম্যাচে বড় উদ্দীপনা হিসেবে কাজ করবে।