শিরোনাম
নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ ততই পেছাবে: সিলেটে মির্জা ফখরুল আলবদর রাজাকারবাহিনী একেক সময় একেক কথা বলছে: ইকবাল হাসান মাহমুদ টুকু বেগম জিয়া‌কে স্লো পয়জ‌নিং ক‌রে হ.ত্যা কর‌তেই গ্রেপ্তার ক‌রে‌ছিল আওয়ামী লীগ -মির্জা আব্বাস জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল ফেব্রুয়ারিতেই নির্বাচন; আশাবাদ মির্জা ফখরু‌লের বিএনপির মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা সিলেটে এসে পৌঁছেছেন পরিবহন ধর্মঘটে ভাঙ্গন: মঙ্গলবার জামায়াতপন্থী মালিকদের গা‌ড়ি চল‌বে জাফলং এর অবৈধ বালু আটক করলেন গ্রামবাসী, ছাড়ালেন প্রশাসন! ৪৮ ঘণ্টার ধর্মঘট গড়ালো ৭২ ঘন্টায় বিএনপির পিছু নিয়েছে কুচক্রীমহল

https://www.emjanews.com/

6954

politics

প্রকাশিত

০৬ জুলাই ২০২৫ ১২:৫৮

আপডেট

০৬ জুলাই ২০২৫ ১৩:০৫

রাজনীতি

বিএনপির মহাসচিব

বিএনপির পিছু নিয়েছে কুচক্রীমহল

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫ ১২:৫৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল। দলটিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে একটি কুচক্রী মহল।

রোববার (৬ জুলাই) সকালে রাজধানীর গুলশানের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের উদ্দেশ্য নিয়ে কারও কোনও সন্দেহ থাকার কথা নয়। আমাদের লক্ষ্য পরিষ্কার—গত ১৫ বছর ধরে শেখ হাসিনা গণতন্ত্রকে হরণ করেছেন, আমরা সেটি পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়।

তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে যেমন আগ্রহ ও প্রত্যাশা রয়েছে, তেমনি রয়েছে হতাশা ও উৎকণ্ঠাও। ঐকমত্য প্রতিষ্ঠায় বিএনপি আগ্রহী। এজন্যই দলের প্রতিনিধিরা যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছেন।

জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়ে আগেই আমরা আমাদের মতামত দিয়েছি। এরপর এ বিষয়ে আর কোনও আলোচনা হয়নি। তবে বিএনপি আলোচনার জন্য প্রস্তুত।

এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপিকে দেশবাসীর সামনে নেতিবাচকভাবে তুলে ধরতে একটি মহল বরাবরই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি দেশবাসীর প্রতি এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানান।