শিরোনাম
নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ ততই পেছাবে: সিলেটে মির্জা ফখরুল আলবদর রাজাকারবাহিনী একেক সময় একেক কথা বলছে: ইকবাল হাসান মাহমুদ টুকু বেগম জিয়া‌কে স্লো পয়জ‌নিং ক‌রে হ.ত্যা কর‌তেই গ্রেপ্তার ক‌রে‌ছিল আওয়ামী লীগ -মির্জা আব্বাস জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল ফেব্রুয়ারিতেই নির্বাচন; আশাবাদ মির্জা ফখরু‌লের বিএনপির মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা সিলেটে এসে পৌঁছেছেন পরিবহন ধর্মঘটে ভাঙ্গন: মঙ্গলবার জামায়াতপন্থী মালিকদের গা‌ড়ি চল‌বে জাফলং এর অবৈধ বালু আটক করলেন গ্রামবাসী, ছাড়ালেন প্রশাসন! ৪৮ ঘণ্টার ধর্মঘট গড়ালো ৭২ ঘন্টায় বিএনপির পিছু নিয়েছে কুচক্রীমহল

https://www.emjanews.com/

6973

international

প্রকাশিত

০৬ জুলাই ২০২৫ ২১:২৪

আন্তর্জাতিক

ইরান

বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে দুই আইআরজিসি সদস্য নিহত

যুদ্ধ পরবর্তী সময়ে বেড়েছে বিস্ফোরকজনিত প্রাণহানি, নিহত আরও একজন সৈন্য

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫ ২১:২৪

ছবি: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য।

ইরানের পশ্চিমাঞ্চলীয় খোররামাবাদ শহরে ইসরাইলি আগ্রাসনের সময় ছোড়া একটি বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই সদস্য।

রোববার (৬ জুলাই) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ ও ফার্স নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক ইসরাইলি আগ্রাসনের সময় ছোড়া অবিস্ফোরিত একটি বোমা সরাতে গিয়ে এই দুই সদস্য নিহত হন। ঘটনার সময় তারা বোমা নিষ্ক্রিয়করণ কাজে নিযুক্ত ছিলেন।

এর আগে গত ১৩ জুন, ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা শুরু করে। পাল্টা জবাবে ইরানও হামলা চালায়, যা প্রায় ১২ দিনব্যাপী এক রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয়।

এ যুদ্ধে প্রাণ হারিয়েছেন ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা, আইআরজিসির সদস্য এবং পারমাণবিক বিজ্ঞানী। ইরানের ফার্স নিউজ জানিয়েছে, একই দিনে ইয়াজদ প্রদেশে ইসরাইলি হামলায় আহত এক ইরানি সৈন্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, ইসরাইলি হামলায় দেশজুড়ে এখন পর্যন্ত ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুসহ বহু বেসামরিক নাগরিক রয়েছেন।

অন্যদিকে ইরানের হামলায় ইসরাইলে অন্তত ২৮ জন নিহত হয়েছে বলে তেহরান দাবি করেছে।

দীর্ঘ ১২ দিনের যুদ্ধের পর ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

এরপর প্রথমবারের মতো জনসম্মুখে হাজির হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শনিবার তিনি তেহরানে এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন, যা রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারিত হয়।

এদিকে যুদ্ধকালীন সময় বন্ধ থাকা সব আন্তর্জাতিক ফ্লাইট বৃহস্পতিবার থেকে পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ইরান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও যুদ্ধের ভয়াবহতা ও মৃত্যুর মিছিল থেমে নেই।