
ছবি: সংগ্রহ
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে জেলার চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মামলাগুলোর মধ্যে দুটি হত্যা মামলা রয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৩টায় ভার্চ্যুয়ালি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হলে নীলফামারী জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. মোশাররফ হোসেন এই আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ আদালতে ‘শোন অ্যারেস্ট’ (গ্রেপ্তার দেখানো) আবেদন করলে আদালত চার মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন।
চারটি মামলার নম্বর হচ্ছে— জিআর ২৬৭/২৪, জিআর ২৬৯/২৪, জিআর ২৭৪/২৪ ও জিআর ৩২০/২৪। এসব মামলার সবগুলোই ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত গণঅভ্যুত্থানের সময় দায়ের করা হয়।
মামলাগুলোর মধ্যে দুটি হত্যা মামলা। একটি দায়ের করেছেন নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়নের বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবার, অন্যটি জামায়াতে ইসলামীর কর্মী আবু বক্কর সিদ্দিকের স্বজনরা।
তাদের অভিযোগ- 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের' সময় নীলফামারীতে সংঘটিত সহিংসতায় এই হত্যাকাণ্ড ঘটে এবং সেসব ঘটনার পেছনে ছিলেন তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা আসাদুজ্জামান নূর।
উল্লেখ্য, ঢাকার মিরপুরে ছাত্র আন্দোলনের সময় সিয়াম ও মামুন নামের দুই ছাত্র নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় এর আগেই আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২৯ সেপ্টেম্বর মামুন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। নতুন করে গ্রেপ্তার দেখানো মামলাগুলোর বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।