শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7047

law-justice

প্রকাশিত

০৮ জুলাই ২০২৫ ২১:৩৯

আইন আদালত

আসাদুজ্জামান নূরকে চার মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫ ২১:৩৯

ছবি: সংগ্রহ

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে জেলার চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মামলাগুলোর মধ্যে দুটি হত্যা মামলা রয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৩টায় ভার্চ্যুয়ালি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হলে নীলফামারী জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. মোশাররফ হোসেন এই আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ আদালতে ‘শোন অ্যারেস্ট’ (গ্রেপ্তার দেখানো) আবেদন করলে আদালত চার মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন।

চারটি মামলার নম্বর হচ্ছে— জিআর ২৬৭/২৪, জিআর ২৬৯/২৪, জিআর ২৭৪/২৪ ও জিআর ৩২০/২৪। এসব মামলার সবগুলোই ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত গণঅভ্যুত্থানের সময় দায়ের করা হয়।

মামলাগুলোর মধ্যে দুটি হত্যা মামলা। একটি দায়ের করেছেন নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়নের বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবার, অন্যটি জামায়াতে ইসলামীর কর্মী আবু বক্কর সিদ্দিকের স্বজনরা।

তাদের অভিযোগ- 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের' সময় নীলফামারীতে সংঘটিত সহিংসতায় এই হত্যাকাণ্ড ঘটে এবং সেসব ঘটনার পেছনে ছিলেন তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা আসাদুজ্জামান নূর।

উল্লেখ্য, ঢাকার মিরপুরে ছাত্র আন্দোলনের সময় সিয়াম ও মামুন নামের দুই ছাত্র নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় এর আগেই আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২৯ সেপ্টেম্বর মামুন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। নতুন করে গ্রেপ্তার দেখানো মামলাগুলোর বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।