
ছবি: সংগৃহিত।
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, হাইকোর্টের রায়ে পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষিত হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ সুগম হয়েছে। তবে এখনও তা পুরোপুরি ফিরে আসেনি, কারণ এটি দুইভাবে বাতিল করা হয়েছিল-একটি সংসদের মাধ্যমে (পঞ্চদশ সংশোধনী), অপরটি আপিল বিভাগের রায়ের মাধ্যমে।
মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, 'পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল। হাইকোর্টের রায়ে এ সংশোধনী অবৈধ ঘোষণা করা হলেও আপিল বিভাগের রায় এখনও বহাল রয়েছে। তাই ত্রয়োদশ সংশোধনীর বিষয়ে আমরা আপিল করবো, যেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি ফিরে আসে।'
তিনি আরও বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট, তবে পঞ্চদশ সংশোধনীর পুরোপুরি বাতিল দাবি করছি। কারণ এই সংশোধনের ভিত্তিতে গঠিত সরকারগুলোর বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, পঞ্চদশ সংশোধনী শুধু তত্ত্বাবধায়ক ব্যবস্থা নয়, বরং এটি ছিল সংবিধানের এক ধরনের পাইকারি পুনর্লিখন। জনগণের মতামতের বাইরে গিয়ে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোকে পরিবর্তন করে এক ধরনের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা চালু করা হয়েছিল।
তিনি বলেন, এই সংশোধনী প্রক্রিয়াটি ছিল অস্বচ্ছ ও বিতর্কিত। হাইকোর্টের রায় ভালো হলেও এতে কিছুটা অসম্পূর্ণতা রয়ে গেছে। কারণ রায়ে সংশোধনীর সব দিক আলোচনা হয়নি।
তিনি আরও ব্যাখ্যা করে বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংসদের মাধ্যমে এবং আপিল বিভাগের রায়ের মাধ্যমে-দুইভাবে বাতিল হয়েছিল। হাইকোর্ট রায়ে সংসদের সিদ্ধান্ত বাতিল করেছে, কিন্তু আপিল বিভাগের রায় এখনও বহাল রয়েছে। সেই রায় বদিউল আলম মজুমদারদের পক্ষে গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি ফিরে আসবে।