সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার মান বাঁচাতে আদালতে মামলা
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫ ১৮:৫৫

ফাইল ছবি
চব্বিশের গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী এক ছাত্রনেতাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সিলেটে আদালতে একটি মানহানি মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি করেছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা শাখার সাবেক সহ-সমন্বয়ক মোঃ সালেহীন। তিনি গত ৭ জুলাই সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলাটি দায়ের করেন (মামলা নং: দক্ষিণ সুরমা সি.আর মামলা নং- ২৪১/২০২৫, দণ্ডবিধির ধারা ৫০০/৫০১/৩৪)।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী ২৫ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মামলায় অভিযুক্ত করা হয়েছে দক্ষিণ সুরমার বরইকান্দি ১নং রোডের মোহাম্মদী বি-১৫ এর বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মাহমুদ আহমদ নাঈম, গোলাপগঞ্জ থানার ঢাকাদক্ষিণ চৌধুরী মহল এলাকার মোহাম্মদ লোকমান আলীর পুত্র মোহাম্মদ লতিফ আহমদ এবং বিশ্বনাথ উপজেলার চৈতন্যনগর গ্রামের আব্দুল কাদিরের পুত্র মোঃ মাহবুব হোসাইনকে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের গণআন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে আসামিরা বাদীকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। ৫ আগস্ট ২০২৪ সালে সরকার পতনের পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। কিন্তু পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়ে শেখ হাসিনার পক্ষে প্রচারণা চালাতে থাকেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ১ জুন ২০২৫ তারিখে মাহমুদ আহমদ নাঈম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মোঃ সালেহীনকে উদ্দেশ্য করে ‘চাঁদাবাজ’, ‘কুলাঙ্গার’ ইত্যাদি শব্দ ব্যবহার করে মানহানিকর পোস্ট দেন। একইভাবে, মোহাম্মদ লতিফ আহমদ তার ফেসবুক পোস্টে দাবি করেন যে, বাদী সালেহীন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে চাঁদাবাজি, হুমকি ও ক্যাম্পাস দখলের মাধ্যমে ত্রাস সৃষ্টি করছেন। অপর অভিযুক্ত মাহবুব হোসাইন লেখেন, "মোঃ সালেহীনের অত্যাচারে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা অতিষ্ঠ।"
এছাড়াও, অভিযুক্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নবগঠিত এনসিপি সম্পর্কেও আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেন। বাদী সালেহীন এসব পোস্টের স্ক্রিনশট সংগ্রহ করে আদালতে উপস্থাপন করেন।