শিরোনাম
লুটপাটে হুমকির মুখে ধলাই সেতু, রক্ষার দাবিতে মানববন্ধন নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: প্রধান উপদেষ্টা বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতাদের বাঁচাতে জালিয়াতির অভিযোগ বিএনপির ব্যর্থ অন্তর্বর্তী সরকার তরুণদের মধ্যে হতাশা তৈরি করেছে: মৌলভীবাজারে নাহিদ ইসলাম সুনামগেঞ্জে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবক খু*ন র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে

https://www.emjanews.com/

7054

weather

প্রকাশিত

০৮ জুলাই ২০২৫ ২৩:১৫

আপডেট

০৮ জুলাই ২০২৫ ২৩:২৫

আবহাওয়া

ফেনীতে মৌসুমের সর্বোচ্চ ৪৪০ মিলিমিটার বৃষ্টি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫ ২৩:১৫

ছবি: সংগ্রহ

ফেনীতে চলতি বর্ষা মৌসুমে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এ মৌসুমে দেশের সর্বোচ্চ বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান গণমাধ্যমে পাঠানো পূর্বাভাসে জানান, দেশের প্রায় সব এলাকাতেই কমবেশি বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়।

এদিকে ফেনীতে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।