শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

7209

sports

প্রকাশিত

১৩ জুলাই ২০২৫ ১১:৩৭

আপডেট

১৩ জুলাই ২০২৫ ১১:৩৮

খেলাধুলা

এশিয়া কাপ হকি

এশিয়া কাপে প্রথমবারেই ব্রোঞ্জ জিতল বাংলাদেশের মেয়েরা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫ ১১:৩৭

ছবি সংগৃহিত

চীনের দাজহুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে প্রথমবার অংশ নিয়েই  সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নারী হকি দল। রোববার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে লাল-সবুজের মেয়েরা। ম্যাচে হ্যাটট্রিক করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আইরিন আক্তার।

টুর্নামেন্টে শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। গ্রুপ পর্বে প্রথম ম্যাচেই জাপানের কাছে ১১-০ গোলে বিধ্বস্ত হয় তারা। তবে পরের দুটি ম্যাচে উজবেকিস্তান ও হংকংকে সমান ৩-০ ব্যবধানে হারিয়ে জায়গা করে নেয় সেমিফাইনালে। সেখানে চীনের কাছে ৯-০ গোলে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ওঠে বাংলাদেশ। কাজাখস্তানের সঙ্গে সেমিফাইনাল পরবর্তী ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল।

রোববারের ম্যাচে শুরুতে ১-০ গোলে পিছিয়ে পড়লেও দ্রুতই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। ১২তম মিনিটে গোল করে সমতা ফেরান আইরিন। এরপর ১৮ ও ২০ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৩৫তম মিনিটে অধিনায়ক শারিকা রিমনের গোলে ব্যবধান বাড়ে ৪-১। কণা আক্তার ও রিয়াশা রিশি করেন বাকি দুটি গোল। কাজাখস্তান ম্যাচের শেষ দিকে একটি গোল শোধ করলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে।

পুরো টুর্নামেন্টে বাংলাদেশ মেয়েরা ১৪ গোল করেছে এবং হজম করেছে ২৪টি। সর্বোচ্চ ৫ গোল করে দলের শীর্ষ গোলদাতা হয়েছেন আইরিন আক্তার। কণা আক্তার করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪টি।

এশিয়া কাপে মেয়েদের বিভাগে এবার শিরোপার জন্য লড়বে জাপান ও চীন। পুরুষ বিভাগে ফাইনালে মুখোমুখি হবে জাপান ও পাকিস্তান। বাংলাদেশের ছেলেরা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৫-২ গোলে হেরে পদক হাতছাড়া করেছে।