এশিয়া কাপ হকি
এশিয়া কাপে প্রথমবারেই ব্রোঞ্জ জিতল বাংলাদেশের মেয়েরা
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫ ১১:৩৭

ছবি সংগৃহিত
চীনের দাজহুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে প্রথমবার অংশ নিয়েই সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নারী হকি দল। রোববার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে লাল-সবুজের মেয়েরা। ম্যাচে হ্যাটট্রিক করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আইরিন আক্তার।
টুর্নামেন্টে শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। গ্রুপ পর্বে প্রথম ম্যাচেই জাপানের কাছে ১১-০ গোলে বিধ্বস্ত হয় তারা। তবে পরের দুটি ম্যাচে উজবেকিস্তান ও হংকংকে সমান ৩-০ ব্যবধানে হারিয়ে জায়গা করে নেয় সেমিফাইনালে। সেখানে চীনের কাছে ৯-০ গোলে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ওঠে বাংলাদেশ। কাজাখস্তানের সঙ্গে সেমিফাইনাল পরবর্তী ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল।
রোববারের ম্যাচে শুরুতে ১-০ গোলে পিছিয়ে পড়লেও দ্রুতই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। ১২তম মিনিটে গোল করে সমতা ফেরান আইরিন। এরপর ১৮ ও ২০ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৩৫তম মিনিটে অধিনায়ক শারিকা রিমনের গোলে ব্যবধান বাড়ে ৪-১। কণা আক্তার ও রিয়াশা রিশি করেন বাকি দুটি গোল। কাজাখস্তান ম্যাচের শেষ দিকে একটি গোল শোধ করলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে।
পুরো টুর্নামেন্টে বাংলাদেশ মেয়েরা ১৪ গোল করেছে এবং হজম করেছে ২৪টি। সর্বোচ্চ ৫ গোল করে দলের শীর্ষ গোলদাতা হয়েছেন আইরিন আক্তার। কণা আক্তার করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪টি।
এশিয়া কাপে মেয়েদের বিভাগে এবার শিরোপার জন্য লড়বে জাপান ও চীন। পুরুষ বিভাগে ফাইনালে মুখোমুখি হবে জাপান ও পাকিস্তান। বাংলাদেশের ছেলেরা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৫-২ গোলে হেরে পদক হাতছাড়া করেছে।