শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7261

law-justice

প্রকাশিত

১৪ জুলাই ২০২৫ ২০:৩২

আইন আদালত

সিলেটে তিন ফার্মেসিকে জেলা প্রশাসনের জরিমানা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ ২০:৩২

সিলেট নগরীর এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (১৪ জুলাই) বেলা ৩টার দিকে পরিচালিত এই অভিযানে ড্রাগস অ্যাক্ট ও ট্রেড লাইসেন্সের শর্ত লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণে ব্যর্থতার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিলেট মেডিকেলকে ৫০ হাজার টাকা, শেফালী ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং আরও একটি ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়, যা জেলা প্রশাসনের নির্দেশে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ। তার সঙ্গে ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ বলেন, 'ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সিলেটে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। লাইসেন্সের শর্ত লঙ্ঘন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।'

সিলেট শহরের ফার্মেসিগুলোর কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসনের এমন পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি বিরাজ করছে।