উত্তরা ট্রাজেডি
উপদেষ্টারা অবরুদ্ধ, উত্তপ্ত উত্তরায় বিক্ষোভ অব্যাহত
প্রকাশ: ২২ জুলাই ২০২৫ ২০:১৫

ছবি: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হয়েছিলেন উপদেষ্টারা। কিন্তু দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে আবার কলেজে ফিরে আসেন আইন উপদেষ্টা আসিফ ন
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থী ও সাধারণ জনতার বিক্ষোভ এখনও চলছে। বিক্ষুব্ধ জনতার বাধার মুখে কলেজের একাডেমিক ভবন-৭ এর দ্বিতীয় তলায় আটকা পড়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টা ৫২ মিনিটে উপদেষ্টাদের গাড়িবহর দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে পড়লে তা ঘুরিয়ে আবার কলেজ ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা কলেজের গার্লস ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন। কলেজ চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে; ভবন-৫ ও একাডেমিক ভবন-৭ এর সামনে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।
সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন শুরু করলে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের পক্ষ থেকে মাইকিং করে সভা-সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞা সত্ত্বেও শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টার দিকে কলেজের বাইরে বিক্ষোভ শুরু করেন।
একই সময় কলেজ পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রেস সচিব শফিকুল আলম। কলেজ থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীরা তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ করেন।
বিক্ষোভরত শিক্ষার্থীরা ছয় দফা দাবি উত্থাপন করেন। দাবীগুলোর মধ্যে- নিহতদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা প্রকাশ, প্রতিটি পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ, পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে আধুনিক প্রশিক্ষণ বিমান চালু, বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতিতে মানবিক ও নিরাপদ সংস্কার, শিক্ষকদের গায়ে সেনা সদস্যদের হাত তোলার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চাওয়া।
উপদেষ্টারা পরে কলেজের ভবন-৫ এর নিচতলায় কনফারেন্স কক্ষে কয়েকজন শিক্ষার্থী প্রতিনিধি ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন।
বেলা পৌনে ১টার দিকে উপদেষ্টারা শিক্ষার্থীদের জানান, তাঁদের সব দাবি যৌক্তিক এবং তা মেনে নেওয়া হবে।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, 'আমরা প্রতিটি দাবি পূরণের প্রতিশ্রুতি দিচ্ছি। শিক্ষার্থীদের পাশে আমরা অভিভাবক হিসেবে আছি।'
অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, শিক্ষার্থীদের ছয়টি দাবিই যৌক্তিক।
তবে আশ্বাসের পরও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যান। উপদেষ্টারা কলেজ থেকে বের হলে দিয়াবাড়ি মোড়ে আবারও বাধার মুখে পড়েন। ফলে তাঁদের আবার কলেজ ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয়।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ দুর্ঘটনায় মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন।
ঘটনাটি কেন্দ্র করেই উত্তাল হয়ে ওঠে রাজধানীর উত্তরার শিক্ষার্থী ও সাধারণ মানুষের আন্দোলন।