
ছবি: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন থেকে নিচে নেমে আসেন উপদেষ্টারা (সংগৃহীত)।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সারাদিনের উত্তেজনার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ করে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়ে যায়।
এর পরপরই কলেজের একাডেমিক ভবন-৭ থেকে নিচে নেমে আসেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা।
সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে তাঁরা কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।
নিরাপত্তার ঘেরাটোপে থাকা তাঁদের গাড়িবহর কলেজের প্রধান ফটক দিয়ে বেরিয়ে দিয়াবাড়ির মেট্রোরেল ডিপোর দিক দিয়ে অগ্রসর হয়।
এর আগে, শিক্ষার্থীদের বিক্ষোভে ঘেরাওয়ের মুখে তাঁরা কয়েক ঘণ্টা ধরে কলেজ ক্যাম্পাসেই অবস্থান করছিলেন।
পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাঁদের নিরাপদে বের করে আনা হয়।
মাইলস্টোন ট্রাজেডিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে উত্তরার পরিবেশ। শিক্ষার্থীদের ছয় দফা দাবি এবং উপদেষ্টাদের আশ্বাসের মধ্যেও বিক্ষোভের রেশ এখনো কাটেনি।