
ছবি: সংগৃহিত।
শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১৩ রান, বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ১ উইকেট। উত্তেজনাপূর্ণ মুহূর্তে বল হাতে মোস্তাফিজুর রহমান। প্রথম বলেই চার মেরে সমীকরণ সহজ করে ফেলেন আহমেদ দানিয়াল- ৫ বলে দরকার পড়ে মাত্র ৯ রান। কিন্তু পরের বলেই ছক্কা মারতে গিয়ে বাউন্ডারির কাছে শামীম হোসেনের হাতে ক্যাচ হয়ে যান দানিয়াল। পাকিস্তান গুটিয়ে যায় ১২৫ রানে। বাংলাদেশ জয় পায় ৮ রানে।
এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম কোনো একাধিক ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ জয়।
শ্রীলঙ্কার পর এবার পাকিস্তা-সাম্প্রতিক সময়ের মধ্যে দুটি বড় দলের বিপক্ষেই সিরিজ জয় পেল বাংলাদেশ। জাতীয় শোকের দিনে এই জয় কিছুটা হলেও সান্ত্বনা এনে দিয়েছে দেশবাসীর জন্য।
এর আগে বাংলাদেশের ইনিংসে জাকের আলীর ৫৫ ও মেহেদী হাসানের ৩৩ রানে দল করে ১৩৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মাত্র ১৫ রানে পড়ে যায় ৫ উইকেট, আর ৩০ রানে ৬ উইকেট। একপর্যায়ে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন স্কোরের আশঙ্কা তৈরি হয়।
তবে ফাহিম আশরাফ (৩২ বলে ৫১), আব্বাস আফ্রিদি (১৩ বলে ১৯) ও আহমেদ দানিয়াল (১১ বলে ১৭) মিলে ম্যাচে নাটকীয়তা ফেরান।
কিন্তু শেষ পর্যন্ত জয় তুলে নেয় টাইগাররাই দুর্দান্ত লড়াইয়ের মাধ্যমে।