
ছবি: সংগৃহিত।
এশিয়া কাপ ২০২৫ আয়োজন নিয়ে শেষ পর্যন্ত আশার আলো দেখাচ্ছে। যদিও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে আয়োজক দেশ, সূচি ও ভেন্যু নিয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এবারের আসরে ভারত ও পাকিস্তান একই গ্রুপে খেলবে। আর পুরো টুর্নামেন্টটি আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবির দুটি ভেন্যুতে। আয়োজক হিসেবেই থাকবে ভারত।
টাইমস অব ইন্ডিয়ার সিনিয়র সহ-সম্পাদক গৌরব গুপ্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে এশিয়া কাপ শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ছিল ৫ সেপ্টেম্বর এবং ২১ সেপ্টেম্বর ফাইনাল।
পরে তিনি জানান, নতুন সম্ভাব্য সূচি অনুযায়ী, টুর্নামেন্ট ৮ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হতে পারে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত এসিসির সভা শেষে এসিসি সভাপতি মোহসিন নাকভি বলেন, 'এই বিষয়ে (এশিয়া কাপ) শিগগিরই ঘোষণা আসবে। বিসিসিআই-এর সঙ্গে আলোচনা চলছে। আশা করি, খুব দ্রুত বিষয়টির সমাধান হবে। ভেন্যুও আমরা শিগগিরই ঘোষণা করব।'
তিনি আরও জানান, 'আমরা ২০২৭ সালের এশিয়া কাপ নিয়েও আলোচনা করেছি। আমি এবং বিসিবি সভাপতি আমিনুল ভাই কিছু অমীমাংসিত বিষয় সমাধান করবো এবং যত দ্রুত সম্ভব কার্যক্রম সম্পন্ন করবো।'
এবারের এশিয়া কাপে অংশ নেবে মোট আটটি দল। দলগুলো হল- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওমান, হংকং ও সংযুক্ত আরব আমিরাত।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুকলা ও এসিসি প্রধান নাকভি শিগগিরই আলোচনায় বসবেন। এরপরই চূড়ান্ত ভেন্যু ও সূচি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।