শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7660

sports

প্রকাশিত

২৫ জুলাই ২০২৫ ১৭:৫৩

খেলাধুলা

কোপা আমেরিকার সেমিফাইনালে দুর্দান্ত আর্জেন্টিনা

গ্রুপপর্বে চার ম্যাচের চারটিতেই জয় আলবিসেলেস্তেদের

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫ ১৭:৫৩

ছবি: সংগৃহিত।

নারী ফুটবলেও আর্জেন্টিনার রাজত্ব দিন দিন আরও শক্ত হচ্ছে। পুরুষ দলের ধারাবাহিক সাফল্যের পর এবার নারী দলও লড়ছে সমান তালে।

ইকুয়েডরে চলমান নারী কোপা আমেরিকায় গ্রুপপর্বের সব ম্যাচে জয় তুলে নিয়ে দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। এরই মধ্যে তারা জায়গা করে নিয়েছে সেমিফাইনালে।

গ্রুপপর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার (২৪ জুলাই) স্বাগতিক ইকুয়েডরকে ২-০ গোলে হারায় আলবিসেলেস্তারা।

ম্যাচের ১৯তম মিনিটে কিশি নুনিয়েজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফ্লোরেন্সিয়া বোনসেগুন্ডো মাঠে নেমেই প্রথম স্পর্শে গোল করে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে কোপা অভিযানের শুরুতেই উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। এরপর চিলিকে ২-১ ও পেরুকে ১-০ ব্যবধানে হারায় তারা।

গ্রুপপর্ব শেষে পয়েন্ট তালিকা:

আর্জেন্টিনা- ৪ ম্যাচে ১২ পয়েন্ট

উরুগুয়ে- ৭ পয়েন্ট

চিলি- ৬ পয়েন্ট (পঞ্চম স্থানের ম্যাচ খেলবে)

ইকুয়েডর ও পেরু- টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে

আর্জেন্টিনার প্রতিপক্ষ এখনো নির্ধারিত না হলেও, সেমিফাইনালে শিরোপার লড়াইয়ে তারা একধাপ এগিয়ে গেছে।

আর্জেন্টিনার নারী দলের এমন পারফরম্যান্স দেশটির ফুটবলে নতুন আশার আলো ছড়াচ্ছে। ফুটবলবিশ্বের নজর এখন শুধু মেসির দলের ওপর নয়, বরং নারী দলও দেখাচ্ছে নিজেদের সক্ষমতা।