
ছবি: সংগৃহিত।
মিরপুরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে ছিল বাংলাদেশ। সিরিজে প্রথমবারের মতো ধবলধোলাই করার সুযোগ ছিল লিটন দাসের দলের সামনে।
কিন্তু শেষ ম্যাচে সেই স্বপ্ন গুঁড়িয়ে দিল ব্যাটারদের ব্যর্থতা।
পাকিস্তানের ছুড়ে দেওয়া ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
টপ অর্ডারের ব্যর্থতার পর মিডল অর্ডারও দাঁড়াতে পারেনি। ৭০ রানের মধ্যে ৮ উইকেট হারায় দল।
লোয়ার অর্ডার সেই রানের নিচে গুটিয়ে যাওয়ার লজ্জা এড়ালেও জয় দূরের বিষয় হয়ে যায়। শেষ পর্যন্ত ১০৪ রানেই অলআউট হয় টাইগাররা।
এর ফলে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হারে ৭৪ রানে।
সিরিজ জিতলেও শেষ ম্যাচে এমন হতশ্রী পারফরম্যান্সে চরম হতাশ করেছে লিটন দাসের দল।