টি-টোয়েন্টি সিরিজ
বাংলাদেশের কাছে শিক্ষা নিচ্ছে পাকিস্তান!
মিরপুরের কঠিন উইকেটে হোয়াইটওয়াশের শঙ্কায় রমিজ রাজার তির্যক প্রশংসা
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ ১২:০১

ছবি: সংগৃহিত।
বাংলাদেশ ক্রিকেট দল আবারও প্রমাণ করল, নিজেদের মাটিতে তারা কতটা দুর্ধর্ষ। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জয় পায় ৮ রানে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
সিরিজ হাতছাড়া হওয়ার পর পাকিস্তান দল পড়েছে সাবেকদের তোপের মুখে। সাবেক অধিনায়ক ও পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা বলছেন, ‘কঠিন উইকেটে কীভাবে ব্যাটিং ও বোলিং করতে হয়, তা বাংলাদেশের কাছ থেকে শিখতে হবে পাকিস্তানকে।’
ঢাকায় এসে ধারাভাষ্য দিচ্ছেন রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ তিনি বলেন, ‘ম্যাচ এবং সিরিজ দুটোই পাকিস্তানের হাত থেকে ফসকে গেছে। বাংলাদেশকে অনেক শুভেচ্ছা।
তারা আবারও পাকিস্তানকে একটা শিক্ষা দিল-কীভাবে কঠিন উইকেটে ব্যাটিং-বোলিং করতে হয়।’
রমিজ আরও বলেন,‘জাকের আলীর সৌজন্যে বাংলাদেশ প্রথমে ভালো স্কোর করেছে। এরপর তারা দারুণ বোলিং করেছে এবং ম্যাচ জিতেছে। এই ধরনের উইকেটে সফল হতে চাইলে দরকার কৌশলগতভাবে পরিপক্ব ব্যাটসম্যান, অভিজ্ঞ বোলার এবং অন্তত একজন কার্যকর স্পিনার। আজ পাকিস্তানের একাদশে একজন নিয়মিত স্পিনারই ছিল না।’
বাংলাদেশ ইনিংসে কিছু সহজ ক্যাচ মিস করে ফেলে, যা পাকিস্তানকে জয়ের সুযোগ দিয়েছিল। কিন্তু শেষ দিকে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ফাহিম আশরাফ। ম্যাচের শেষ বলে রিশাদ হোসেনের হাতে বোল্ড হন তিনি।
রমিজ রাজা বলেন,‘বাংলাদেশ শেষ দিকে কয়েকটি ক্যাচ ফেলেছিল। যদি ফাহিম আউট না হতেন, তাহলে পাকিস্তানের জেতার সম্ভাবনা ছিল। কিন্তু শুরুতেই ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রানের লক্ষ্যকেই তারা নিজেরা কঠিন করে তোলে।’
রমিজ রাজা বিশেষ প্রশংসা করেছেন বাংলাদেশ দলের তরুণ পারফরমারদের, তিনি বলেন-‘বাংলাদেশের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। আত্মবিশ্বাস, ঘরের মাঠের উন্মাদনা এবং জাকের আলীর মতো ব্যাটারদের দারুণ ব্যাটিং মিলে এই জয় এসেছে। রিশাদ হোসেনের শেষ ওভারও ছিল দুর্দান্ত।’
রমিজের মতে, পাকিস্তানকে এখন ‘পরিকল্পনা ও দলগঠন নিয়ে নতুন করে ভাবতে হবে।’
বাংলাদেশের ধারাবাহিক উন্নতি ও আত্মবিশ্বাস তাদের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে, যেখানে বড় দলেরাও এখন হার মানছে।