শিরোনাম
৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষনাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম 'জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা দিতে সরকার ব্যর্থ হয়েছে ' -ডা: শফিকুর রহমান  দিরাই-মদনপুর সড়কে লেগুনা-সিএনজি সংঘর্ষে নিহ*ত ২ আহত ৬ সীমান্তে আরও ৫ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ যান্ত্রিক ত্রুটিতে আবার চট্টগ্রামে ফিরল বিমান বাংলাদেশের ফ্লাইট

https://www.emjanews.com/

7578

national

প্রকাশিত

২৩ জুলাই ২০২৫ ১২:১৬

আপডেট

২৩ জুলাই ২০২৫ ১৩:০৪

জাতীয়

বিমান দুর্ঘটনা

হতাহতের প্রকৃত তথ্য জানতে তদন্ত কমিটি গঠন

নিহত বেড়ে ৩২, অনেকের অবস্থা আশঙ্কাজনক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ ১২:১৬

ছবি: সংগৃহিত।

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর হতাহত ও নিখোঁজদের প্রকৃত সংখ্যা নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটি।

গতকাল মঙ্গলবার এই কমিটি গঠন করা হয় বলে নিশ্চিত করেছেন কলেজের প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল হোসেন। তিনি জানান, এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে, যার সত্যতাও তিনি নিশ্চিত করেছেন।

 ২১ জুলাই, সোমবার দুপুর ১টা ১২ মিনিটে রাজধানীর দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসের একটি ভবনে আকস্মিকভাবে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত অন্তত ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং অনেকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

এই ভয়াবহ দুর্ঘটনায় স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবকসহ বহু মানুষ আহত ও নিহত হন। এতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় পুরো শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে।

ফেসবুক বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের সুনির্দিষ্ট সংখ্যা এবং ঠিকানা সংগ্রহ করে তালিকা তৈরির জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে রয়েছে শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতিনিধি। কমিটির কাজ সম্পন্ন করে তিন কর্মদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

 গঠিত কমিটি-  সভাপতি: মোহাম্মদ জিয়াউল আলম (অধ্যক্ষ) সদস্য: মো. মাসুদ আলম (উপাধ্যক্ষ-প্রশাসন),খাদিজা আক্তার (প্রধান শিক্ষিকা),লুৎফুন্নেসা লোপা (কো-অর্ডিনেটর), মনিরুজ্জামান মোল্লা (অভিভাবক প্রতিনিধি)

মারুফ বিন জিয়াউর রহমান (শিক্ষার্থী প্রতিনিধি), মো. তাসনিম ভূঁইয়া (শিক্ষার্থী প্রতিনিধি)

কমিটি মূলত আহত ও নিহতদের প্রকৃত তথ্য যাচাই করে একটি নির্ভরযোগ্য তালিকা তৈরি করবে, যা উদ্ধার, চিকিৎসা ও সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতাও চাওয়া হবে প্রয়োজন অনুযায়ী।