২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে : শিক্ষা উপদেষ্টা
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ ১৫:৩৪

ছবি: সংগৃহিত।
চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষাগুলো একই দিনে সকাল ও বিকেলে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।
আজ বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তবে, পরীক্ষাগুলোর নতুন তারিখ এখনো নির্ধারিত হয়নি।
শিক্ষা উপদেষ্টা বলেন, “স্থগিত হওয়া দুটি পরীক্ষাই একদিনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সকালের পরীক্ষা সকাল ১০টায় এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টায় শুরু হবে। তবে কোন তারিখে হবে, তা দ্রুত জানিয়ে দেওয়া হবে।”
উল্লেখ্য, রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটায় ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে ২৬ জুন থেকে।