অতি দ্রুত নির্বাচনই উত্তরণের পথ: মির্জা ফখরুল
‘গোপালগঞ্জের সহিংসতার ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে।’
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ ১৬:৩১

চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে দ্রুত নির্বাচন এবং একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৩ জুলাই) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছেন। আমরা তাঁকে জানিয়ে দিয়েছি, নির্বাচনের বিষয়ে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এখন দ্রুত নির্বাচন প্রয়োজন, যাতে রাজনৈতিক সরকার গঠন হয়।’
ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতির বাস্তবায়ন চেয়ে ফখরুল বলেন, ‘এ নিয়ে যেন কোনো অস্পষ্টতা না থাকে, সে জন্য প্রধান উপদেষ্টার স্পষ্ট ঘোষণা প্রয়োজন।’
সোমবারের বিমান দুর্ঘটনা ও পরীক্ষাসংক্রান্ত বিশৃঙ্খলার প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘটনাগুলো আইনশৃঙ্খলা ও প্রশাসনিক জটিলতার উদাহরণ। সরকারে অভিজ্ঞতার অভাব আছে, আর কিছু ব্যক্তির মধ্যে অহঙ্কার কাজ করে। রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতা কাজে লাগানো উচিত।’
গোপালগঞ্জের সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট আছে। রাজনীতিতে মতবিরোধ থাকবেই, এটিই গণতন্ত্রের সৌন্দর্য।’