শিরোনাম
৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষনাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম 'জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা দিতে সরকার ব্যর্থ হয়েছে ' -ডা: শফিকুর রহমান  দিরাই-মদনপুর সড়কে লেগুনা-সিএনজি সংঘর্ষে নিহ*ত ২ আহত ৬ সীমান্তে আরও ৫ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ যান্ত্রিক ত্রুটিতে আবার চট্টগ্রামে ফিরল বিমান বাংলাদেশের ফ্লাইট

https://www.emjanews.com/

7596

sylhet

প্রকাশিত

২৩ জুলাই ২০২৫ ১৯:৫৪

সিলেট

'নিজেই চালান ভাড়ার গাড়ি': সিলেটে ইউড্রাইভের যাত্রা শুরু

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ ১৯:৫৪

ছবি: সংগৃহিত।

মার্সিডিজ, অ্যালিয়ন কিংবা করোলা- ভাড়ার গাড়ি কিন্তু ড্রাইভার নয়, নিজেই চালিয়ে বেরিয়ে পড়ুন পছন্দের গন্তব্যে। নির্দিষ্ট কিছু শর্ত পুরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে মাত্র আড়াই হাজার টাকা দৈনিক হিসেবে নেয়া যাচ্ছে গাড়ি।

এই অনন্য সুযোগ সৃষ্টি করে দিচ্ছে সিলেটের চার তরুণ উদ্যোক্তার প্রতিষ্ঠান ‘ইউড্রাইভ‘।

গত জানুয়ারিতে প্রাথমিক যাত্রা শুরু করে বুধবার (২৩ জুলাই) গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘ইউড্রাইভ‘।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত শেষে মাইলস্টোন ট্রাজেডির নিহতদের স্মরণে এক মিনিটের নিরবতা পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউড্রাইভের সহ-উদ্যোক্তা আফজাল হোসেন চৌধুরী জানান, এই উদ্যোগ শুরুর গল্প, আরেক সহ-উদ্যোক্তা এনামুল হাসান জানান ইউড্রাইভের গাড়ি ভাড়া নেয়ার প্রক্রিয়া এবং সহ-উদ্যোক্তা ইফতেখার ইরাদ জানান ভবিষ্যত পরিকল্পনার কথা। এই উদ্যোগের আরেক সহযোগী শিব্বির আহমেদ যুক্তরাজ্য প্রবাসী।

উদ্যোক্তারা জানান, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য আনুষাঙ্গিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ও ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করে যে কেউ ভাড়া নিতে পারেন সেলফ ড্রাইভ কার। বর্তমানে ইউড্রাইভের পুলে ১৬টি গাড়ি রয়েছে যার সর্বনিম্ন দৈনিক ভাড়া ২৫০০ টাকা থেকে শুরু বলে জানান তারা।

তারা বলেন, ‘চলতি বছরের জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত ৫০০টি ট্রিপ সম্পন্ন হয়েছে এবং ৭০ জন গ্রাহক নিয়মিত তাদের থেকে গাড়ি ভাড়া নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।‘

তাদের স্বপ্ন, চলতি বছরের শেষে তারা ১০ হাজার ট্রিপ সম্পন্ন করবে এবং নিজেদেরে পরিবহন পুলে অন্তত ১০০টি গাড়ি থাকবে।

এছাড়াও রাজধানী ঢাকা এবং চট্টগ্রামেও ব্যবসা সম্প্রসারণ করার কথা তারা ভাবছেন বলেও জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের স্থানীয় গণমাধ্যমকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন ট্রাভেল ও ট্যুরিজম সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রধানরা। এ সময় উদ্যোক্তাদের প্রতি প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়।

পরে গ্র্যান্ড সিলেটের সামনের গ্রিন পার্কিং গ্রাউন্ডে ‘ইউড্রাইভ‘র পরিবহন পুলের গাড়ি প্রদর্শনী ও টেস্ট ড্রাইভ সেশন অনুষ্ঠিত হয়।