শিরোনাম
৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষনাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম 'জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা দিতে সরকার ব্যর্থ হয়েছে ' -ডা: শফিকুর রহমান  দিরাই-মদনপুর সড়কে লেগুনা-সিএনজি সংঘর্ষে নিহ*ত ২ আহত ৬ সীমান্তে আরও ৫ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ যান্ত্রিক ত্রুটিতে আবার চট্টগ্রামে ফিরল বিমান বাংলাদেশের ফ্লাইট

https://www.emjanews.com/

7598

sylhet

প্রকাশিত

২৩ জুলাই ২০২৫ ২০:৫৭

আপডেট

২৩ জুলাই ২০২৫ ২০:৫৮

সিলেট

তাহিরপুর

বিএনপি নেতার স্বজনের বাড়ি থেকে ডাকাতির ২০ গরু উদ্ধার, চাঁদা দাবির অভিযোগ

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ ২০:৫৭

ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কলাগাঁও সীমান্ত এলাকায় বিএনপি নেতার ভাই, ভগ্নিপতি ও ঘনিষ্ঠজনদের বাড়ি থেকে ডাকাতির শিকার ২০টি গরু উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গরুগুলো ফেরত দেওয়ার সময় ৪ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে। মধ্যনগর উপজেলার মহিষখলা বাজার থেকে গরু ব্যবসায়ী বাহার উদ্দিন ও দাতিয়াপাড়া গ্রামের জিল্লু মিয়া ২০টি গরু ক্রয় করে ট্রলারে করে নিজ এলাকায় ফিরছিলেন। ট্রলারটি ঘাট ছাড়ার পরপরই ২৫-৩০ জনের একটি মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে গরু ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়ে ট্রলার থেকে সব গরু লুট করে নেয়।

পরদিন বুধবার গরুর মালিকরা আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় হাওরে বিভিন্ন স্থানে গরু খোঁজতে শুরু করেন। স্থানীয় সূত্রে তথ্য পেয়ে তারা কলাগাঁও এলাকায় তিনটি বাড়িতে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করেন। শামসুদ্দিনের ভগ্নিপতি আলালের বাড়ি থেকে ১০টি, ছোট ভাই আইন উদ্দিনের বাড়ি থেকে ৬টি এবং যুবদল কর্মী এমরান কর্তৃক কসাই সাইকুলের বাড়িতে রাখা ৪টি গরু উদ্ধার হয়।

ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, গরু উদ্ধারের পর শামসুদ্দিনের ভাইয়ের ছেলে রাজু তাদের কাছ থেকে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে। ব্যবসায়ীদের ভাষ্য, “ডাকাতি কারা করেছে, তা বিএনপি নেতা শামসুদ্দিন ভালো করেই জানেন। কারণ তার ঘনিষ্ঠজনদের বাড়ি থেকেই গরুগুলো উদ্ধার হয়েছে।”

তবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামসুদ্দিন বলেন, “বিষয়টি মীমাংসা হয়ে গেছে। এখন আর পত্রিকায় লেখালেখির দরকার নেই।”

এদিকে তাহিরপুর থানার ওসি মো. দেলোয়ার হোসেন ও টেকেরঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই পঙ্কজ দাস জানিয়েছেন, তাদের কাছে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ নেই।

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনিসুল হক বলেন, “অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। দল কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না।”