শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7600

surplus

প্রকাশিত

২৩ জুলাই ২০২৫ ২১:১৯

আপডেট

২৩ জুলাই ২০২৫ ২১:২০

অন্যান্য

পুরুষের জন্মনিয়ন্ত্রণ পিল: পরীক্ষায় সফলতা

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ ২১:১৯

ছবি: সংগৃহিত।

যুক্তরাষ্ট্রে পুরুষদের জন্য হরমোনমুক্ত, নিরাপদ এবং কার্যকর জন্মনিয়ন্ত্রণ পিলের প্রাথমিক মানব পরীক্ষা আশাব্যঞ্জক ফল দিয়েছে।

১৬ জন পুরুষের অংশগ্রহণে পরিচালিত এই ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, পিলটি শরীরে কার্যকর মাত্রায় পৌঁছালেও কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এতে হরমোন ভারসাম্য, যৌনক্ষমতা, মানসিক স্বাস্থ্য বা হৃৎস্পন্দনের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

গবেষণার ফল গত মঙ্গলবার (২২ জুলাই) প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী কমিউনিকেশন মেডিসিন-এ।

ওয়াইসিটি–৫২৯ নামের এই পিলটি যৌথভাবে তৈরি করেছে মিনেসোটা বিশ্ববিদ্যালয় ও কলম্বিয়া ইউনিভার্সিটি, এবং ট্রায়াল তত্ত্বাবধান করছে বায়োটেক প্রতিষ্ঠান ইউর চয়েস থেরাপিউটিকস। ওষুধটি পুরুষদের শরীরে ‘রেটিনোইক অ্যাসিড রিসেপ্টর আলফা (RAR-α)’ নামের একটি প্রোটিনকে নিরুৎসাহিত করে, যার ফলে শুক্রাণু উৎপাদন বন্ধ হয়ে যায়।

পুরুষ ইঁদুরের শরীরে চার সপ্তাহ ওষুধ প্রয়োগে জন্মনিয়ন্ত্রণে ৯৯% সফলতা দেখা গেছে। ওষুধ বন্ধের ৪–৬ সপ্তাহের মধ্যে প্রজননক্ষমতা স্বাভাবিক হয়ে যায়। একই রকম ফল মিলেছে বানরের ওপর পরীক্ষায়ও।

৩২ থেকে ৫৯ বছর বয়সী ১৬ জন পুরুষের ওপর এই প্রাথমিক মানব পরীক্ষা চালানো হয়। সবাই ছিলেন পূর্বে ভ্যাসেকটমি করা, যাতে প্রয়োজনে ওষুধ প্রয়োগ বন্ধ করলেও প্রজনন সক্ষমতা ক্ষতিগ্রস্ত না হয়। পরীক্ষায় ওষুধটি খালি পেটে ও ভারী খাবারের পর সেবনের মাধ্যমে শরীরে নিরাপদে কার্যকর মাত্রায় পৌঁছায়।

গবেষণা দলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নাদজা মানোয়েটজ জানান, প্রতিদিন একটি করে ১৮০ মিলিগ্রাম ক্যাপসুল হতে পারে প্রস্তাবিত ডোজ।

বর্তমানে দ্বিতীয় ধাপের ট্রায়াল চলছে, যেখানে ২৮ থেকে ৯০ দিন পর্যন্ত পুরুষদের এই পিল দেওয়া হচ্ছে। লক্ষ্য হলো- দীর্ঘমেয়াদে শুক্রাণুর পরিমাণ ও মানের ওপর এর প্রভাব পর্যবেক্ষণ করা।

এই ধাপে অংশ নিচ্ছেন এমন পুরুষরা, যারা সন্তান না নেওয়ার ব্যাপারে নিশ্চিত সিদ্ধান্তে এসেছেন কিংবা যাদের ইতিমধ্যেই ভ্যাসেকটমি করা হয়েছে।

গবেষক দলের আশা, ওয়াইসিটি–৫২৯ পুরুষদের জন্য হবে একটি বিপ্লবী, নিরাপদ ও বিপরীতযোগ্য জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি, যা নারীদের একক দায়িত্ব কমিয়ে এনে পরিবার পরিকল্পনায় যৌথ অংশগ্রহণ নিশ্চিত করবে।