শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7666

surplus

প্রকাশিত

২৫ জুলাই ২০২৫ ১৮:৫৮

অন্যান্য

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫ ১৮:৫৮

ছবি: সংগৃহিত।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিচ্ছিন্ন হয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ কাঠামোর অধীনে প্রথমবারের মতো ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ২২ আগস্ট বিকেলে এবং ২৩ আগস্ট সকালে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার (২৪ জুলাই) জানিয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

তিনি বলেন, 'পরীক্ষার সময়সূচি আগেই নির্ধারিত ছিল এবং সেই অনুযায়ী পরীক্ষা আয়োজনের কার্যক্রম এগিয়ে চলছে।'

ঘোষিত সময়সূচি অনুযায়ী:

২২ আগস্ট বিকেল: মানবিক বিভাগ

২৩ আগস্ট সকাল: বিজ্ঞান বিভাগ

২৩ আগস্ট বিকেল: বাণিজ্য বিভাগ

ভর্তি পরীক্ষার প্রযুক্তিগত সহায়তা দেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

অধ্যাপক ইলিয়াস জানান, ভর্তি পরীক্ষার বিষয়ে একটি কমিটি কাজ করছে এবং আগামী শনিবার ওই কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে অনলাইনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তবে এখনো আসন সংখ্যা কিংবা নম্বর বণ্টনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

ভবিষ্যৎ কার্যক্রমে সহায়ক হিসেবে একটি নতুন ওয়েবসাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য ডোমেইন কেনা হয়েছে এবং বিটিআরসি’র কারিগরি সহায়তায় সাইটটির কার্যক্রম শুরু করা হবে। আপাতত সাত কলেজের জন্য পূর্বের একটি ওয়েবসাইট চালু রয়েছে।

প্রসঙ্গত, গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হয়।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতায় থাকবে রাজধানীর সাতটি সরকারি কলেজ- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

২০১৭ সাল থেকে এই সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। তবে শিক্ষার্থীদের আন্দোলন ও অব্যবস্থাপনার অভিযোগের পর চলতি বছরের জানুয়ারিতে এই অধিভুক্তি বাতিলের প্রক্রিয়া শুরু হয়।

প্রথমে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের জন্য ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ নাম ভাবা হলেও পরে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি চূড়ান্ত করা হয়।

এই নতুন কাঠামোর অধীনে শিক্ষার্থীরা একটি স্বতন্ত্র একাডেমিক পরিবেশে ভর্তি ও শিক্ষাজীবন পরিচালনার সুযোগ পাবেন।