শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7633

surplus

প্রকাশিত

২৪ জুলাই ২০২৫ ১৯:০৫

অন্যান্য

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি করেছে মাউশি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ ১৯:০৫

ছবি: সংগৃহিত।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মাউশির উপসচিব মো. আবদুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভর্তির যোগ্যতা: নীতিমালায় বলা হয়েছে, এসএসসি বা সমমানের পরীক্ষায় ২০২৫ সালসহ পূর্ববর্তী দুই বছরে উত্তীর্ণ শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। বিদেশি বোর্ড থেকে পাস করা শিক্ষার্থীদের ক্ষেত্রে ঢাকা বোর্ড সনদের মান নির্ধারণ করে দিলে তারা ভর্তিযোগ্য হবেন।

বিভাগ নির্বাচন:

বিজ্ঞান বিভাগে উত্তীর্ণরা: বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা—যেকোনো বিভাগে ভর্তি হতে পারবেন।

মানবিক বিভাগে উত্তীর্ণরা: মানবিক বা ব্যবসায় শিক্ষা বিভাগে।

ব্যবসায় শিক্ষা বিভাগে উত্তীর্ণরা: ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগে।

সব বিভাগের শিক্ষার্থীরা: ইসলামী শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও সংগীত বিভাগে ভর্তি হতে পারবেন।

মাদ্রাসা বোর্ডের বিজ্ঞান বিভাগ: বিজ্ঞানসহ যেকোনো বিভাগে।

মুজাব্বিদ মাহির ও সাধারণ বিভাগ: বিজ্ঞান বাদে যেকোনো বিভাগে।

কারিগরি বোর্ড (ভোকেশনাল): সাধারণ শিক্ষা বোর্ডের যেকোনো বিভাগে।

ভর্তি পদ্ধতি: ভর্তির জন্য কোনো ভর্তি পরীক্ষা হবে না। শুধুমাত্র এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। মোট আসনের ৯৩% সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সংরক্ষিত কোটা: শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য: ২% আসন সংরক্ষিত থাকবে (১%+১%)। আবেদনকারীর সংখ্যা বেশি হলে মেধার ভিত্তিতে নির্বাচন হবে।

মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য: ৫% আসন সংরক্ষিত থাকবে। সনদ ও গেজেটের সত্যায়িত কপি দাখিল করতে হবে এবং মূল কপি ভর্তি চলাকালে প্রদর্শন করতে হবে। নির্ধারিত সংখ্যক আবেদনকারী না পাওয়া গেলে মেধা তালিকা থেকে ভর্তি নিশ্চিত করতে হবে। কোনো আসন শূন্য রাখা যাবে না।

অন্যান্য তথ্য: মাউশি সূত্রে জানা গেছে, এই নীতিমালাটি চূড়ান্ত করে উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া মাত্রই ভর্তি কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, গত ২১ জুলাই এই নীতিমালা চূড়ান্ত করতে একটি বৈঠক আহ্বান করা হলেও সেদিন মাইলস্টোন স্কুল এলাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ায় বৈঠকটি স্থগিত করা হয়।