হবিগঞ্জ
ন্যাশনাল টি কোম্পানির ১৩ চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ ২১:৩৫

ছবি: সংগ্রহ
ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) আওতাধীন হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট উপজেলার অন্তর্গত ১৩টি চা বাগানে একযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন হাজার হাজার চা শ্রমিক।
বুধবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে চা বাগান ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় অবদান রাখা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এস এম জিয়াউল আহসানের প্রতি একাত্মতা প্রকাশ করেন শ্রমিকরা।
তারা অভিযোগ করেন, এনটিসিতে শৃঙ্খলা ফেরার পর অতীতে দুর্নীতিতে জড়িত একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রে নেমেছে। বিশেষ করে ‘হবিগঞ্জের খবর’ নামে একটি অনিয়মিত সাপ্তাহিক পত্রিকার সম্পাদক শাহ মো. হুমায়ুন কবিরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ তোলেন তারা।
চা শ্রমিকদের দাবি, ইউটিউব ও পত্রিকার মাধ্যমে প্রতিদিন এনটিসির কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছেন হুমায়ুন কবির। এমনকি মাসিক চাঁদা দাবি করে হুমকিও দিয়েছেন।
বিক্ষোভে বক্তব্য রাখেন পঞ্চায়েত সভাপতি খোকন পান তাতী, নারী সর্দার বিরেন্দ্র বুনারজি ও নেত্রী প্রেম পান তাতী।
তারা বলেন, 'হুমায়ুন কবির একজন চাঁদাবাজ, যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি চা বাগানের পরিবেশ নষ্টের চেষ্টা করছেন।'
চা শ্রমিকরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও হুমায়ুন কবিরকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।