
ছবি: ইমজা নিউজ
সিলেটের মেন্দিবাগ এলাকা থেকে একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিকেলে মেন্দিবাগের সড়কের পাশে অজগরটি দেখতে পান। পরে স্থানীয়রা তা উদ্ধার করে একটি খাঁচায় বন্দী করে রাখেন।
এদিকে রাত আটটার দিকে স্ন্যাক রেসকিউ টিমের সদস্যরা সাপটিকে উদ্ধার করেন। পরে সাপটি সিলেটের টিলাঘর বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র নিয়ে যাওয়া হয়।
স্ন্যাক রেসকিউ টিমের রেসকিউআর শ্রীবাস নাথ ইমজা নিউজকে বলেন, সাপটি প্রায় সাড়ে নয়ফুটের মতো হবে। তবে সাপটি কিছুটা আহত আছে। তাই আজ রাতে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে চিকিৎসা দিয়ে আগামীকাল তা অবমুক্ত করা হতে পারে।
এ সময় স্থানীয়দের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অনেক স্থানে সাপটি পিটিয়ে মারার খবর পাই। যা খুবই নির্মম। কিন্তু এখানে স্থানীয়রা সচেতনতার পরিচয় দিয়েছেন।