
ছবি: সংগৃহিত।
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার (+880 173****800) হ্যাক হয়েছে। তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, হ্যাক হওয়া নাম্বারটি ব্যবহার করে একটি অসাধু চক্র বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চেয়ে বার্তা পাঠাচ্ছে।
এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘এই নাম্বার থেকে প্রেরিত বার্তায় কেউ সাড়া দেবেন না। এটি প্রতারণার একটি ফাঁদ। কেউ যেন প্রতারিত না হন।’
সবার উদ্দেশে তিনি অনুরোধ করেন-এ ধরনের কোনো বার্তা পেলে সেটিকে গুরুত্ব না দিয়ে সরাসরি উপেক্ষা করুন এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন।