
ছবি: সংগৃহিত।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মেঘালয় সীমান্তবর্তী লামাঘাটা এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক নারীসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের বিরেন্দ্রনগর বিওপির একটি টহল দল। বিজিবি জানায়, সীমান্ত পিলার ১১৯৪/এমপি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশের সময় তাদের ধরা হয়।
আটককৃতরা আগে কাজের উদ্দেশ্যে চার-পাঁচ মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কুচবিহারে অবস্থান নেন। তবে সেখানে প্রত্যাশিত মজুরি না পাওয়া ও অনিশ্চিত পরিস্থিতিতে তারা দেশে ফিরতে চাইলে সীমান্ত অতিক্রমের সময় বিজিবির হাতে আটক হন।
আটক ব্যক্তিরা হলেন, প্রভাত তালুকদার (৭৪), পিতা: প্রমোদ তালুকদার, সুনামগঞ্জ, রিপন সরকার (৩৫), পিতা: গোবিন্দ সরকার, মধ্যনগর, সুনামগঞ্জ, অপু সরকার (১৭), পিতা: মতি সরকার, মধ্যনগর, সুনামগঞ্জ, বিধান সরকার (৫০), পিতা: বিনোদ সরকার, কমলাকান্দা, নেত্রকোণা, সৃজন সরকার (১৫), পিতা: জীবন সরকার, মোহনগঞ্জ, নেত্রকোণা, রিক্তা সরকার (৪৫), স্বামী: বিধান সরকার, ডরিয়াকোনা, নেত্রকোণা
সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাহিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।