শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

7734

surplus

প্রকাশিত

২৭ জুলাই ২০২৫ ১৮:৫০

অন্যান্য

এন্টি করাপশন মুভমেন্ট সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫ ১৮:৫০

ছবি: সংগৃহিত।

এন্টি করাপশন মুভমেন্ট সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) দূর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয়ে গঠিত জাতীয় পর্যায়ে নাগরিক সংগঠন এন্টি করাপশন মুভমেন্ট এর সিলেট জেলা কমিটিতে অধ্যক্ষ মোস্তফা মিয়া-কে আহ্বায়ক ও অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিন-কে সদস্য সচিব করে উক্ত কমিটির অনুমোদন দেন এন্টি করাপশন মুভমেন্ট এর চেয়ারম্যান এম বদরুল ইসলাম।

কমিটি গঠনের পর নেতৃবৃন্দ বলেন, এই কমিটি দূর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে যৌথভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষে কাজ করবে। জেলার বিভিন্ন পেশাজীবী, সমাজকর্মী, তরুণ এবং অভিজ্ঞ নেতৃত্ব নিয়ে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এই কমিটির মূল লক্ষ্য দেশের সব নাগরিকদের দূর্নীতি বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করে দেশকে চিরতরে দূনীতি মুক্ত করা।

এক্ষেত্রে নেতৃবৃন্দ সকল গনমাধ্যম, প্রসাশন, নাগরিক সমাজ ও দেশের সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন।