শিরোনাম
গুগলের আমন্ত্রণে ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’-এ অংশ নিয়েছেন ৮ বাংলাদেশি এক মাসেই ১.৯৩ বিলিয়ন ডলার: অর্থনীতির বুকে প্রবাসীর স্বাক্ষর হবিগঞ্জে সাবেক জেলা প্রশাসকসহ চার কর্মকর্তার কারাদন্ড ছদ্মবেশে পুলিশের সফল অভিযান: ধর্ষক আটক নগরীর জল্লারপাড়ে তুচ্ছ ঘটনায় লঙ্কাকাণ্ড পরিবহন শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারে বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদসহ পাঁচজন আটক, সংগঠন থেকে বহিষ্কার সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরকে ১ নম্বর সংকেত লুটপাটে হুমকির মুখে ধলাই সেতু, রক্ষার দাবিতে মানববন্ধন নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: প্রধান উপদেষ্টা

https://www.emjanews.com/

7739

politics

প্রকাশিত

২৭ জুলাই ২০২৫ ১৯:৫৫

রাজনীতি

কেন্দ্র ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫ ১৯:৫৫

ছবি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জরুরি সংবাদ সম্মেলন।

সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির অভিযোগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ সংগঠনের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সংগঠনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সকল কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের সাবেক সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ এই ঘোষণা দেন।

তিনি বলেন, “অর্গানোগ্রামের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। কিছু পরাজিত শক্তি সংগঠনটির নাম ব্যবহার করে বিভিন্ন অনৈতিক কার্যক্রমে লিপ্ত হয়েছে। সংগঠনের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।”

এর আগে রোববার সকালে গুলশান থানায় সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবি ও ভয়ভীতির অভিযোগে সিদ্দিক আবু জাফর নামের এক ব্যক্তি মামলা দায়ের করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। তারা হলেন—আব্দুর রাজ্জাক রিয়াদ, কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন এবং আইনের সংঘাতে জড়িত শিশু মো. আমিনুল ইসলাম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৭ জুলাই সকালে রিয়াদ ও অপু গুলশানের ৮৩ নম্বর রোডে শাম্মী আহমেদের বাসায় গিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যায়িত করে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন। পরে বাদী সিদ্দিক আবু জাফর বাধ্য হয়ে ১০ লাখ টাকা প্রদান করেন। এরপর ১৯ জুলাই রাত ১০টা ৩০ মিনিটে রিয়াদ ও অপু বাদীর বাসায় গিয়ে ফ্ল্যাটের দরজায় ধাক্কাধাক্কি করলে তিনি গুলশান থানায় ফোন করলে তারা সরে যায়।

এ ঘটনায় রিয়াদসহ চারজনের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রোববার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। শুনানির দিন পরে জানানো হবে।